RCB vs MI, IPL 2022 Match 18 Result: জয়ের মুখ দেখা হল না মুম্বইয়ের, ৭ উইকেটে জয়ী আরসিবি

| Edited By: | Updated on: Apr 09, 2022 | 11:46 PM

Royal Challengers Bangalore vs Mumbai Indians Live Score in Bangla: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RCB vs MI, IPL 2022 Match 18 Result: জয়ের মুখ দেখা হল না মুম্বইয়ের, ৭ উইকেটে জয়ী আরসিবি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ লাইভ

পুনে: আজ শনিবার পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএলের (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ও ১৮ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির (Faf Du Plessis) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক দু’প্লেসি। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে মুম্বই। রোহিতের দলের হয়ে সব থেকে বেশি রান করেছিলেন সূর্যকুমার যাদব (৩৭ বলে ৬৮*)। তবে সূর্যর লড়াই কাজে এল না। আরসিবির তরুণ ক্রিকেটার অনুজ রাওয়াত ও দলের প্রাক্তন অধিনায়ক, অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি জুটিতে জমজমাট হল শনিবারের মেগা ম্যাচ। ৯ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় আরসিবি। ৭ উইকেটে মুম্বইকে হারাল ব্যাঙ্গালোর। এই নিয়ে টানা ৪ ম্যাচে হারলেন রোহিতরা।

Key Events

৭ উইকেটে জয়ী আরসিবি

টসে হেরে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছিল মুম্বই। ৯ বল বাকি থাকতেই ১৫২ রান তুলে ফেলে আরসিবি।

ম্যাচের সেরা অনুজ রাওয়াত

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের ম্যাচের সেরার পুরষ্কার পেলেন আরসিবির তরুণ ওপেনার অনুজ রাওয়াত। ৪৭ বলে ৬৬ রান করে গেলেন অনুজ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Apr 2022 11:20 PM (IST)

    ৭ উইকেটে জয়ী আরসিবি

    মুম্বই ইন্ডিয়ান্স জয়ের মুখ দেখতে পেল না আজও। ৭ উইকেটে জয়ী আরসিবি।

  • 09 Apr 2022 11:17 PM (IST)

    কোহলি আউট

    বেবি এবি ফেরালেন বিরাট কোহলিকে। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন বিরাট। ৪৮ রান করে মাঠ ছাড়লেন ভিকে।

  • 09 Apr 2022 11:07 PM (IST)

    অনুজ আউট

    রান আউট হলেন অনুজ রাওয়াত। ৬৬ রান করে মাঠ ছাড়লেন আরসিবি ওপেনার।

  • 09 Apr 2022 10:53 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১১১/১

    খেলা বাকি ৫ ওভারের।

    • প্রথম ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে আরসিবি।
    • ম্যাচ জিততে আরসিবির এখনও প্রয়োজন ৩০ বলে ৪১ রান।
  • 09 Apr 2022 10:44 PM (IST)

    অনুজের হাফসেঞ্চুরি

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন আরসিবির তরুণ প্লেয়ার অনুজ রাওয়াত।

  • 09 Apr 2022 10:41 PM (IST)

    কোহলির রেকর্ড

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮০০ আইপিএল রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি।

  • 09 Apr 2022 10:29 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৬১/১

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে আরসিবি।

  • 09 Apr 2022 10:20 PM (IST)

    অধিনায়ক ফাফ আউট

    ১৬ রান করে সাজঘরে ফিরলেন আরসিবি অধিনায়ক ফাফ দু’প্লেসি। প্রথম উইকেট হারাল আরসিবি। জয়দেব উনাদকট মুম্বইকে এনে দিলেন প্রথম সাফল্য।

  • 09 Apr 2022 10:06 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ।

    • ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে আরসিবি।
    • ফাফ দু’প্লেসি ব্যাট করছেন ৬ রানে। অনুজ রাওয়াত ব্যাট করছেন ২০ রানে।
  • 09 Apr 2022 10:01 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ২৭/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ।

    • কোনও উইকেট না খুইয়ে প্রথম ৫ ওভারে ২৭ রান তুলেছে আরসিবি।
    • ম্যাচ জিততে আরসিবির এখনও প্রয়োজন ১২৫ রান।
  • 09 Apr 2022 09:52 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ২২/০

    প্রথম ৩ ওভারের খেলা শেষ।

    • প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে আরসিবি।
    • ক্রিজে রয়েছেন ফাফ দু’প্লেসি ও অনুজ রাওয়াত।
    • দু’প্লেসি ব্যাট করছেন ৪ রানে, অনুজ রয়েছেন ১৪ রানে।
  • 09 Apr 2022 09:38 PM (IST)

    রান তাড়া করতে নামল আরসিবি

    ওপেনিংয়ে নামলেন ফাফ দু’প্লেসি ও অনুজ রাওয়াত।

  • 09 Apr 2022 09:24 PM (IST)

    ১৫১ রানে থামল মুম্বই

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানে থামল মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবির টার্গেট ১৫২।

    • টসে হেরে শুরুতে ব্যাটিং করতে হয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে মুম্বই।
    • ম্যাচ জিততে আরসিবির প্রয়োজন ১৫২ রান।
    • তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব রইলেন শেষ পর্যন্ত। ৩৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়লেন সূর্য।
  • 09 Apr 2022 09:17 PM (IST)

    সূর্যকুমারের হাফসেঞ্চুরি

    দলের কঠিন পরিস্থিতিতেও আরসিবির বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সূর্যকুমার যাদব। ৩২ বলে ৫০ রান পূর্ণ সূর্যর।

  • 09 Apr 2022 08:53 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ৯২/৬

    খেলা বাকি ৫ ওভারের।

    • ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ৯২।
    • ক্রিজে সূর্যকুমার যাদব ও জয়দেব উনাদকট।
  • 09 Apr 2022 08:44 PM (IST)

    রমনদীপ আউট

    রমনদীপ সিংয়ের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ছয় নম্বর উইকেট হারাল মুম্বই। ৬ রান করে মাঠ ছাড়লেন রমনদীপ।

  • 09 Apr 2022 08:28 PM (IST)

    হাসারঙ্গার শিকার পোলার্ড

    ১১ ওভারের প্রথম বলে কায়রন পোলার্ডের উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের চাপ আরও বাড়ালেন ভানিন্দু হাসারঙ্গা। পঞ্চম উইকেট হারাল মুম্বই। কোনও রান না করেই মাঠ ছাড়তে হল পোলার্ডকে।

  • 09 Apr 2022 08:25 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৬২/৪

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে চাপে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের দল ১০ ওভারের মধ্যে স্কোরবোর্ডে তুলেছে ৬২ রান।

  • 09 Apr 2022 08:24 PM (IST)

    রান আউট তিলক

    কোনও রান না করেই মাঠ ছাড়তে হল তিলক ভার্মাকে। চতুর্থ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

  • 09 Apr 2022 08:21 PM (IST)

    ঈশান ফিরলেন সাজঘরে

    ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন আকাশদীপ। তৃতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ২৬ রান করে সাজঘরে ফিরে গেলেন ঈশান।

  • 09 Apr 2022 08:13 PM (IST)

    ব্রেভিস আউট

    ডিওয়াল্ড ব্রেভিসের উইকেট তুলে নিলেন ভানিন্দু হাসারঙ্গা। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। ৮ রান করে মাঠ ছাড়লেন বেবি এবি।

  • 09 Apr 2022 08:02 PM (IST)

    রোহিত আউট

    মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ২৬ রান করে মাঠ ছাড়লেন হিটম্যান।

  • 09 Apr 2022 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ।

    • ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে ৪৯ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
    • রোহিত ১৪ বলে করেছেন ২৬ রান।
    • ঈশান ২২ বলে করেছেন ২২ রান।
  • 09 Apr 2022 07:54 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৪২/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ।

    • ৫ ওভার শেষে স্কোরবোর্ডে মুম্বই তুলেছে ৪২ রান।
    • ঈশান ব্যাট করছেন ২১ রানে।
    • রোহিত রয়েছেন ২০ রানে।
  • 09 Apr 2022 07:44 PM (IST)

    ৩ ওভারে মুম্বই ১৬/০

    প্রথম ৩ ওভারের খেলা শেষ।

    • কোনও উইকেট না হারিয়ে ১৬ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
    • ক্রিজে রয়েছেন ঈশান ও রোহিত।
    • ঈশান ব্যাট করছেন ৯ রানে।
    • রোহিত ব্যাটিং করছেন ৪ রানে।
  • 09 Apr 2022 07:31 PM (IST)

    রোহিতের মুম্বইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও রোহিত শর্মা।

  • 09 Apr 2022 07:07 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বইয়ের প্রথম একাদশে দুই বদল।

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, রমনদীপ সিং, কায়রন পোলার্ড, টিম ডেভিড, মুরুগান অশ্বিন, জশপ্রীত বুমরা, জয়দেব উনাদকট, বাসিল থাম্পি।

  • 09 Apr 2022 07:05 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

  • 09 Apr 2022 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবির অধিনায়ক ফাফ দু’প্লেসি।

  • 09 Apr 2022 06:51 PM (IST)

    আজ কি মুম্বইয়ের সূর্য জ্বলে উঠবে

    বিরাট কোহলিদের বিরুদ্ধে কি আজ জ্বলে উঠবে সূর্যকুমার যাদবের ব্যাট? উত্তর মিলবে কিছুক্ষণ পরই।

  • 09 Apr 2022 06:41 PM (IST)

    মাইলস্টোনের সামনে কোহলি

    আজকের ম্যাচে ২১ রান করতে পারলেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট কোহলির ৮০০ রান পূর্ণ হবে।

  • 09 Apr 2022 06:30 PM (IST)

    অপেক্ষার আর মাত্র এক ঘণ্টা

    আর কিছুক্ষণ পর শুরু হবে আরসিবি বনাম মুম্বই দ্বৈরথ।

Published On - Apr 09,2022 6:30 PM

Follow Us: