দীর্ঘ সময় পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান। এরপর থেকেই টুর্নামেন্ট ঘিরে নানা জটিলতা তৈরি হয়েছে। এর আগে এশিয়া কাপ আয়োজনেরও দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। শেষ অবধি হাইব্রিড মডেলে হয়েছিল এশিয়া কাপ। ভারতের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায়। এমনকি সেমিফাইনাল এবং ফাইনালও। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না, বলাই যায়। আর ভারত না যাওয়া মানেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া অসম্ভব। ভরসা সেই হাইব্রিড মডেল। সদ্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাও বলেছেন, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ভাবনা কোনও বিকল্প হতে পারে না। ভারত না খেললে ব্রডকাস্টারও আগ্রহ দেখাবে না। এর মধ্যেই পাকিস্তান বোর্ডের নতুন প্রস্তাব।
ম্যাচ খেলে, দেশে ফিরে যাও। আবার পরের ম্যাচ খেলতে এসো। দেশে ফিরে যাও। বিষয়টা এমনই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দিল্লি অথবা পঞ্জাবে ভারতীয় টিমের থাকার ব্যবস্থা হোক। পাকিস্তানে ম্যাচ খেলে ভারতীয় দল যাতে সেখানে ফিরতে পারে। আবার পরবর্তী ম্যাচের দিন পাকিস্তানে পৌঁছবে টিম ইন্ডিয়া। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, করাচিকে। নিরাপত্তা এবং লজিস্টিকের কারণে ভারতের সব ম্যাচই লাহোরে করার পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
লাহোরের অবস্থানগত কারণে দিল্লি কিংবা পঞ্জাব থেকে সেখানে যাওয়া কম সময়ের। গ্রুপ পর্বের তিন ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ম্যাচগুলি যথাক্রমে ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ। অর্থাৎ এই দিনগুলো ভারতীয় দল পাকিস্তানে গিয়ে ম্যাচ শেষে ফিরে আসবে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা শেষ অবধি কোন সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।