Richa Ghosh: মেয়েদের বিগ ব্যাশ লিগে ভারতের পঞ্চম ক্রিকেটার রিচা ঘোষ

হোবার্ট হ্যারিকেনসের (Hobart Hurricanes) হয়ে রিচার (Richa Ghosh) বিগ ব্যাশ লিগে অভিষেক হতে চলেছে।

Richa Ghosh: মেয়েদের বিগ ব্যাশ লিগে ভারতের পঞ্চম ক্রিকেটার রিচা ঘোষ
Richa Ghosh: মেয়েদের বিগ ব্যাশ লিগে ভারতের পঞ্চম ক্রিকেটার রিচা ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2021 | 5:47 PM

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ান ক্রিকেট টুর্নামেন্ট মেয়েদের বিগ ব্যাশ লিগে (Women’s Big Bash League) এ বার সই করলেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে রিচা আসন্ন বিগ ব্যাশ লিগে খেলবেন। হোবার্ট হ্যারিকেনসের (Hobart Hurricanes) হয়ে রিচার বিগ ব্যাশ লিগে অভিষেক হতে চলেছে।

সদ্য শেষ হওয়া ৩ ম্যাচের ওয়ান ডে (ODI) সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ভারত (India) হারলেও, সেখানে নজর কেড়েছেন বাংলার মেয়ে রিচা। ১৭ বছরের রিচা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ২৯ বলে ৩২ রান, ও ৫০ বলে ৪৪ রান করেছিলেন। তৃতীয় দিন যদিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। শেষ ওয়ান ডে-তে ভারত জিতলেও রিচার খাতায় কোনও রানই ওঠেনি। তবে অজিদের বিরুদ্ধে তাঁদের দেশে ভরডরহীন ভাবে রিচা যেভাবে খেলছেন সেটাই নজর কেড়েছে বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হ্যারিকেনসের।

রিচা ছাড়াও আরও যে চারজন ভারতীয় মহিলা ক্রিকেটার অস্ট্রেলিয়ার মেয়েদের বিগ ব্যাশ লিগের সঙ্গে যুক্ত তাঁরা হলেন- স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), দীপ্তি শর্মা (Deepti Sharma), শেফালি ভর্মা (Shafali Verma) ও রাধা যাদব (Radha Yadav)। গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের (Sydney Thunder) দলে রয়েছেন স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। এবং, শেফালি ভর্মা ও রাধা যাদব খেলবেন সিডনি সিক্সার্সের (Sydney Sixers) হয়ে।

আরও পড়ুন: Jhulan Goswami: ৬০০ উইকেটের মাইলস্টোন, নজর এবার পিঙ্ক বল টেস্টে

আরও পড়ুন: IPL 2021 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?