T20 World Cup 2024: বিরাটের জন্য ওপেনিং স্লট ছাড়ুক রোহিত, হিটম্যানকে কত নম্বরে নামার পরামর্শ দেশের প্রাক্তনীর?
Virat Kohli-Rohit Sharma: বিরাট কোহলি ওপেন করতে নেমে অনেক বারই সফল হয়েছেন। চলতি আইপিএলে যদি নজর রাখা হয়, দেখা যাবে ওপেন করে বিরাট কোহলি কতটা সফল। ১৭তম আইপিএলে ১০ ম্যাচে কোহলি করেছেন ৫০০ রান। এ বার রোহিত শর্মার জায়গায় বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে দেখতে চাইছেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার।
কলকাতা: কুড়ি-বিশের বিশ্বকাপে কেমন হবে ভারতের একাদশ? এই প্রশ্ন নিয়ে মাঝে মাঝেই ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে। ১৫ সদস্যের স্কোয়াডে চোখ রাখলে অনেকেই বলতে পারেন, ওপেনিংয়ে নামবেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। আসন্ন বিশ্বকাপে (T20 World Cup 2024) এই ওপেনিং জুটি অবশ্য চাইছেন না দেশের এক প্রাক্তন ক্রিকেটার। রোহিত শর্মার জায়গায় বিরাট কোহলিকে (Virat Kohli) ওপেনিংয়ে দেখতে চাইছেন তিনি। তা হলে হিটম্যানকে বিশ্বকাপে কত নম্বরে নামার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার?
বিরাট কোহলি ওপেন করতে নেমে অনেক বারই সফল হয়েছেন। চলতি আইপিএলে যদি নজর রাখা হয়, দেখা যাবে ওপেন করে বিরাট কোহলি কতটা সফল। ১৭তম আইপিএলে ১০ ম্যাচে কোহলি করেছেন ৫০০ রান। তিনি রয়েছেন আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে। বিরাটের এই পারফরম্যান্সের কথা মাথায় রেখে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে দেখতে চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা।
জিও সিনেমায় অজয় জাডেজা বলেন, ‘আমার মতে বিরাট কোহলির ওপেন করা দরকার। তা হলে কে পরে নামবে? আমি বলব রোহিত শর্মা নামুক তিনে। ও তা হলে ম্যাচটা বোঝার কিছুটা সময় পাবে। ও যেহেতু ক্যাপ্টেন, তাই ওর মাথায় অনেক কিছু ঘোরে। তাই বিরাট যদি তোমার টিমে থাকে, তা হলে জানোই ও কতটা ধারাবাহিক। তাই ওকে ওপেন করানো যেতে পারে। ও টপ অর্ডারে অসাধারণ পারফর্ম করে। এবং পাওয়ার প্লে-র মধ্যে ও সেট হয়ে যায়। যখন বোর্ডে ২০-৩০ রান উঠে যায় এবং স্পিনাররা আসে এবং যত বেশি সময় ও ক্রিজে থাকে, তত ভালো পারফর্ম করতে শুরু করে। তাই আমার মতে, যখন স্কোয়াডে বিরাট কোহলির মতো ক্রিকেটার থাকবে, ওরই ওপেন করা উচিত।’
৩৫ বছর বয়সী বিরাট কোহলি দেশের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন। তাতে কোহলি করেছেন ৪০০ রান। গড় ৫৭.১৪। স্ট্রাইকরেট ১৬১.২৯। এ বার দেখার আসন্ন টি-২০ বিশ্বকাপে সত্যিই বিরাট কোহলিকে ভারতের হয়ে ওপেন করতে দেখা যায় কিনা।