রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাণ্ডব সকলেই দেখেছেন। তেমনই ফিল্ডিংয়ে তাঁর মাস্টারক্লাস পারফরম্যান্স নতুন নয়। সেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটেই হোক। রিঙ্কু সিংয়ের বোলিং নিয়ে অবশ্য কৌতুহল জাগেই। রিঙ্কু সিংয়ের ‘গোল্ডেন আর্ম’ আরও একবার দেখেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে হঠাৎই তাঁকে বোলিংয়ে আনেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সকলেই অবাক। কিন্তু ম্যাচের ১৯তম ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে চমকে দিয়েছেন রিঙ্কু সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই ছিল তাঁর প্রথম ওভার! আর এতেই জোড়া উইকেট। রিঙ্কু সিং কিন্তু ওডিআই-তেও কেরিয়ারের প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন।
একটু পিছিয়ে যাওয়া যাক। ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা সফর। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ান ডে স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। সিরিজের দ্বিতীয় ম্যাচে বেরহায় ওয়ান ডে অভিষেক হয় রিঙ্কু সিংয়ের। ক্যাপ্টেন লোকেশ রাহুল। ইনিংসের ৪২ তম ওভারে হঠাৎই বল তুলে দেন রিঙ্কু সিংয়ের হাতে। ম্যাচটিতে ভারত ব্যাকফুটেই ছিল। প্রথমে ব্যাট করে মাত্র ২১১ রানে অলআউট ভারত। জবাবে ওপেনিং জুটিতেই ১৩০ রান তুলে নেয় প্রোটিয়ারা। দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন রাসি ভ্য়ান ডার ডুসেন ও টোনি ডি জোর্জি। ব্রেক থ্রু-র খোঁজে ভারত। রিঙ্কু সিংয়ের ডেবিউ ম্যাচ, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলিং। তৃতীয় ডেলিভারিতেই সেট ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের উইকেট নেন রিঙ্কু সিং।
ওডিআই এবং টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই কেরিয়ারের প্রথম ওভারেই উইকেট নিয়েছেন রিঙ্কু। ওডিআইতে ১ ওভারে ২ রান দিয়ে ১ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট। এরপরই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রিঙ্কু লিখেছেন-খতরো কে খিলাড়ি! স্লগ ওভার, বিশেষ করে ১৯তম ও শেষ ওভারে বোলিং করেছেন রিঙ্কু ও সূর্যকুমার যাদব। তাই ক্যাপ্টেনকেও মেনশন করেছেন। শেষ ওভারে স্কাইও ২ উইকেট নিয়েছেন। তাঁরও টি-টোয়েন্টি আন্তর্জাতিক এটিই প্রথম ওভার। রিঙ্কুর পোস্টে স্কাইয়ের কমেন্ট-ইটস অল গডস প্ল্যান বেবি।
রিঙ্কু সিং অবশ্য নিয়মিত বোলার নন। তবে ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছেন অনেক ম্যাচেই। একটু দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান। প্রথম শ্রেনির ক্রিকেটে (লাল-বলে) ৪৭ ম্যাচের মধ্যে ২১ ম্যাচে বোলিং করেছেন রিঙ্কু। নিয়েছেন ৬টি উইকেট। ইনিংসে সেরা বোলিং ১১ রান দিয়ে ২ উইকেট। লিস্ট এ ক্রিকেটে (ঘরোয়া ওয়ান ডে) ৫৭ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে বোলিং করেছেন। ৮ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ১৩৪ ম্যাচ খেললেও বোলিং করেছেন মাত্র ৬ ম্যাচে। নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টিতে ইকোনমি ৯.৭৫। নিয়মিত বোলার না হলেও তিনি যে ব্রেক থ্রু দিতে ওস্তাদ, গত রাতে যেন আরও একবার প্রমাণ করেছেন।