IPL 2021: ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন পন্থ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 11, 2021 | 4:02 PM

অবশ্য এই হারের জন্য কিন্তু দিল্লির আইপিএল (IPL) যাত্রা শেষ হয়ে যায়নি। আরও একটা সুযোগ পাবেন পন্থরা। কেকেআর-আরসিবি (KKR vs RCB) ম্যাচে যে জিতবে, তাদের বিরুদ্ধে খেলবে দিল্লি।

IPL 2021: ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন পন্থ
IPL 2021: ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন পন্থ

Follow Us

দুবাই: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) টিমের কাছে হারের পর তীব্র হতাশায় ডুবে গিয়েছেন তিনি। এতটাই যে, ব্যাখ্যার ভাষাও হারিয়ে ফেলেছেন। শেষ ৭ বলে ১৮ রান দরকার ছিল চেন্নাইয়ের (CSK)। দিল্লির (DC) বোলারদের বিরুদ্ধে ফিনিশার ধোনিকে দেখা গিয়েছে আবার। শেষ পর্যন্ত হারতে হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) টিমকে।

দিল্লির ক্যাপ্টেন বলেছেন, ‘অত্যন্ত হতাশাজনক হার। এমন একটা হারের পর কেমন লাগে, তা আর ব্যাখ্যা করা যায় না। শুধু একটাই জিনিস করতে পারি, এমন ভুল যেন না হয়, সে চেষ্টা করব। টম কারান পুরো ম্যাচে দারুণ বোলিং করেছে। কিন্তু শেষ ওভারটায় সব কিছু গোলমাল হয়ে গেল।’

শেষ ৬ বলে ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। টম কারান নিজের শেষ ওভারের প্রথম বলে ফিরিয়ে দিয়েছিলেন সেট ব্যাটার মইন আলিকে। কিন্তু পরের চারটে বলে তিনটে চার খেয়েছেন ধোনির কাছে। একটা ওয়াইড। পন্থ বলেছেন, ‘আমি ভেবেছিলাম, যে বোলার নিজের আগের তিনটে ওভারে চমৎকার বোলিং করেছে, তাকেই শেষ ওভারে ব্যবহার করা দরকার। আমরা যে টার্গেট দিয়েছিলাম, সেটা জেতার মতোই ছিল। কিন্তু ম্যাচ জুড়ে আমরা যথেষ্ট উইকেট তুলতে পারিনি। যেটা তফাত গড়ে দিয়েছে ম্যাচের।’

অবশ্য এই হারের জন্য কিন্তু দিল্লির আইপিএল (IPL) যাত্রা শেষ হয়ে যায়নি। আরও একটা সুযোগ পাবেন পন্থরা। কেকেআর-আরসিবি (KKR vs RCB) ম্যাচে যে জিতবে, তাদের বিরুদ্ধে খেলবে দিল্লি। সেই সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছেন না পন্থ। এ বার পন্থের ক্যাপ্টেন্সিতে শুরু থেকেই চমৎকার পারফর্ম করছে দিল্লি। দাপট দেখিয়ে প্লে-অফে উঠেছে টিম। সেখান থেকে শূন্য হাতে ফিরতে চাইছে না দিল্লি।

পন্থ বলেওছেন, ‘ক্রিকেটার হিসেবে ভুল থেকে শিক্ষা নিতেই হয়। আর সেই ভুল শুধরে সামনে তাকাতে হয়। দিল্লির বিরুদ্ধে বেশ কিছু ভুলের খেসারত দিতে হয়েছে আমাদের। পরের ম্যাচে একই ভুল করব না। আশা করি আমরা পরের জিতে ফাইনালটা খেলব।’

আরও পড়ুন: IPL 2021: জাতীয় শিবিরে যোগ দেওয়ার নির্দেশ সাকিবকে, খোশমেজাজে রাসেল

আরও পড়ুন: IPL 2021: প্লে অফে নামার আগেই ক্যাপ্টেন মর্গ্যানকে একহাত গম্ভীরের

Next Article