India vs Sri Lanka: কপিল দেবের ৪০ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন পন্থ

Rishabh Pant: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলা গোলাপি বল টেস্টে (Pink Ball Test) ভারতীয় ক্রিকেটাররা একের পর রেকর্ড গড়ে চলেছেন এবং রেকর্ড ভেঙে চলেছেন।

India vs Sri Lanka: কপিল দেবের ৪০ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন পন্থ
India vs Sri Lanka: কপিল দেবের ৪০ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন পন্থImage Credit source: BCCI Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 7:42 PM

বেঙ্গালুরু: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলা গোলাপি বল টেস্টে (Pink Ball Test) ভারতীয় ক্রিকেটাররা একের পর রেকর্ড গড়ে চলেছেন এবং রেকর্ড ভেঙে চলেছেন। আজ বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ৮৬। এর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দ্রুত চার উইকেট হারিয়ে ফেলেন করুণারত্নেরা। এর পর শুরু হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রোহিতের ভারত।

রবিবাসরীয় সন্ধ্যায় ভারতের দ্বিতীয় ইনিংসে কপিল দেবের (Kapil Dev) ৪০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়লেন পন্থ। ২৮ বলে আজ অর্ধশতরান পূর্ণ করেন পন্থ। ১৯৮২ সালে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে কম বলে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন কপিল দেব। ৩০ বলে টেস্ট হাফসেঞ্চুরির নজির গড়েছিলেন কপিল দেব। সেই রেকর্ডই ভেঙে দিলেন পন্থ।

টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের তালিকা

১) ২৮ বল – ঋষভ পন্থ, বনাম শ্রীলঙ্কা (বেঙ্গালুরু ২০২২)

২) ৩০ বল – কপিল দেব বনাম পাকিস্তান, (করাচি ১৯৮২)

৩) ৩১ বল – শার্দূল ঠাকুর বনাম ইংল্যান্ড, (ওভাল ২০২১)

৪) ৩২ বল – বীরেন্দ্র সেওয়াগ বনাম ইংল্যান্ড, (চেন্নাই ২০০৮)

তবে কপিল দেবকে টপকে যাওয়ার দিন বড় ইনিংস খেলে ফিরতে পারেননি পন্থ। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি আউট হওয়ার পরে ব্যাটিংয়ে নামেন পন্থ। প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন পন্থ। তবে হাফসেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি পন্থ। শেষ পর্যন্ত ৩১ বলে ৫০ করে আউট হন পন্থ। তাঁর ৫০ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়।

আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 2 Live: তৃতীয় সেশনের খেলা চলছে, ক্রিজে শ্রেয়স-জাডেজা

আরও পড়ুন: India vs Sri Lanka: দেশের মাটিতে বুম বুম বুমরার নয়া নজির, জানেন কী?

আরও পড়ুন: India vs Sri Lanka: সেঞ্চুরি হাতছাড়া করায় আক্ষেপ নেই শ্রেয়সের