India vs Sri Lanka: দেশের মাটিতে বুম বুম বুমরার নয়া নজির, জানেন কী?
Jasprit Bumrah: শ্রীলঙ্কার প্রথম ইনিংসে মোট ১০ ওভার বল করে ৪টি মেডেনসহ ২৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন বুমরা।
বেঙ্গালুরু: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। স্পিনিং পিচে সুবিধে পাচ্ছেন বোলাররা। করুণারত্নেদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে পড়েছিল শ্রীলঙ্কা। তবে শুরুতেই ধাক্কা খান করুণারত্নেরা। বুমরা-অশ্বিনদের দাপটে ব্যাটিং বিপর্যয় নেমে আসে লঙ্কান শিবিরে। কিছুটা লড়াই করে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪৩ রান করে বুমরার (Jasprit Bumrah) শিকার হন তিনি। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ৮৬। প্রথম দিন ৭ ওভার বল করে ৩টি মেডেনসহ ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন জশপ্রীত বুমরা। ২টি উইকেট পান মহম্মদ সামি ও একটি উইকেট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর একঘণ্টাও খেলতে পারেননি লঙ্কানরা। প্রথম দিনের ৩০ ওভারের পর দ্বিতীয় দিন ৫.৫ ওভার খেলে গুটিয়ে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। ১০৯ রানে অল আউট হয়ে যায় করুণারত্নের দল। দ্বিতীয় দিন দুটি উইকেট তুলে নেন বুমরা এবং ২টি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।
লঙ্কানদের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দেশের মাটিতে নজির গড়ে ফেলেছেন জশপ্রীত বুমরা। মোট ১০ ওভার বল করে ৪টি মেডেনসহ ২৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন বুমরা। ঘরের মাঠে এই প্রথম বার ফাইফারের (এক ইনিংসে ৫ উইকেট) স্বাদ পেলেন বুমরা। এবং টেস্ট ক্রিকেট কেরিয়ারে অষ্টমবার বুমরার নামের পাশে ফাইফার উঠল।
That's a FIVE-wkt haul for @Jaspritbumrah93 ??
This is his 8th in Test cricket.
Live – https://t.co/t74OLq6Zzg #INDvSL @Paytm pic.twitter.com/sNboEF4Gm8
— BCCI (@BCCI) March 13, 2022
শ্রীলঙ্কার যে পাঁচ ক্রিকেটারকে বুমরা প্যাভিলিয়নে পাঠিয়েছেন তাঁরা হলেন — কুসল মেন্ডস, লাহিরু থিরুমানে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা এবং লাসিথ এম্বুলডেনিয়া।
আজকের ম্যাচের ফাইফার নিয়ে দেশ-বিদেশ মিলিয়ে মোট ৫টি জায়গায় ফাইফার পেয়েছেন বুমরা। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই বার করে পাঁচটি উইকেট নিয়েছেন বুমরা। এবং অস্ট্রেলিয়ার মাটিতে একবার ৫ উইকেট নিয়েছিলেন বুমরা। আর আজ ভারতের মাটিতে নিলেন ৫ উইকেট। পাশাপাশি আজ তিনশোটি আন্তর্জাতিক উইকেটও পূর্ণ করে ফেললেন বুমরা।
????? ??????? international wickets ??????? fifer in 29 Tests ?????? fifer in India ?
Tum kya mast bowling karta hai, Boom bhai! ??#OneFamily #INDvSL @Jaspritbumrah93 @BCCI pic.twitter.com/3x06VQRSMT
— Mumbai Indians (@mipaltan) March 13, 2022
আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 2 Live: বিরাটকে সাজঘরে পাঠালেন জয়বিক্রমা, চতুর্থ উইকেট হারাল ভারত
আরও পড়ুন: India vs Sri Lanka: সেঞ্চুরি হাতছাড়া করায় আক্ষেপ নেই শ্রেয়সের
আরও পড়ুন: India vs Sri Lanka: হিটম্যানের ছয় নাক ফাটাল এক সমর্থকের