AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: যেন যুদ্ধের ময়দানে, চোট নিয়েই স্মরণীয় ইনিংস ঋষভ পন্থের; ভারতের ৩৫৮

IND vs ENG 4th Test: দুর্দান্ত খেলছিলেন শার্দূল ঠাকুর। একটি ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ। এরপরই সেই অভিনব চিত্র। পন্থকে নানা রূপেই দেখা যায়। স্টাম্প মাইকে মজা, লিডসে সেঞ্চুরির পর ফ্লিপ সেলিব্রেশন, লর্ডসে হাতে চোট নিয়ে ব্যাটিং এবং চোখ ধাঁধানো শট।

Indian Cricket: যেন যুদ্ধের ময়দানে, চোট নিয়েই স্মরণীয় ইনিংস ঋষভ পন্থের; ভারতের ৩৫৮
Image Credit: PTI
| Updated on: Jul 24, 2025 | 7:44 PM
Share

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৩৫৮ রান ভারতের। গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ঋষভ পন্থ। গুরুতর চোট নিয়ে ব্যাটিংয়ে নেমে পড়লেন। ম্যাঞ্চেস্টারের গ্যালারি দাঁড়িয়ে স্বাগত জানায় তাঁকে। ম্যাচের প্রথম দিন ২৬৪ রান তুলেছিল ভারত। এর মধ্যে চিন্তু ছিল পন্থের চোট। ৩৭ রান করে মাঠ ছেড়েছিলেন। স্ক্যানের পর ধরা পড়ে পায়ে ফ্র্যাকচার রয়েছে। সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা সংবাদসংস্থাকে বলেন বোর্ডের কর্তাই। কিন্তু দ্বিতীয় দিন ভারতের ব্যাটিং শুরু হওয়ার পর দেখা যায় পন্থ ড্রেসিংরুমে শ্যাডো করছেন। বোর্ডের তরফে সরকারি ভাবে মেডিক্যাল আপডেটে জানানো হয়। বলা হয়, প্রয়োজনে ব্যাট হাতে নামবেন। প্রয়োজনটাও হল দ্রুতই।

দিনের প্রথম ঘণ্টায় রবীন্দ্র জাডেজার উইকেট হারিয়েছিল ভারত। দুর্দান্ত খেলছিলেন শার্দূল ঠাকুর। একটি ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ। এরপরই সেই অভিনব চিত্র। পন্থকে নানা রূপেই দেখা যায়। স্টাম্প মাইকে মজা, লিডসে সেঞ্চুরির পর ফ্লিপ সেলিব্রেশন, লর্ডসে হাতে চোট নিয়ে ব্যাটিং এবং চোখ ধাঁধানো শট। এ বার দেখা গেল যেন যোদ্ধা ঋষভ পন্থ। ড্রেসিংরুমের সিড়ি দিয়ে সন্তর্পনে মাঠের দিকে। ঠিকমতো হাঁটতেই পারছেন না। ব্যাট হাতে নেমে পড়েন।

খুচরো রান নিতে প্রবল সমস্যায় পড়েন। তাতেও দমেননি। শিশুরা যেভাবে দৌড়য়, রান নিতে সেভাবেই দৌড়লেন। চোট, ব্যথা সবটাই চোখে মুখে বোঝা যাচ্ছিল। গত কাল ৩৭ রানে মাঠ ছেড়েছিলেন। এ দিন আরও ১৭টা রান যোগ করেন। ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ওয়াশিংটন ও পন্থ জুটির সৌজন্য়ে ৩৫০ প্লাস স্কোর ভারতের। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে ভারতীয় দল। এই ম্যাচ জেতা কতটা জরুরি, বলার অপেক্ষা রাখে না। এ বার ভরসা বোলিং বিভাগ।