Rishabh Pant: ঝড় তোলার আগে শান্ত ঋষভ পন্থ, ভাইরাল যে ছবি…

Sep 21, 2024 | 8:45 PM

India vs Bangladesh 1st Test: অবশেষে দীর্ঘ ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। যেন পুনর্জন্ম। দুর্ঘটনার আগে শেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধেই। মীরপুরে সেই টেস্টে ৭ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছিল। সেই বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন এবং সেঞ্চুরি। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ছবিও।

Rishabh Pant: ঝড় তোলার আগে শান্ত ঋষভ পন্থ, ভাইরাল যে ছবি...
Image Credit source: JIO CINEMA SCREENGRAB

Follow Us

যে কাজটা অসম্পূর্ণ ছিল, সেটা পূর্ণ করেছেন ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তাঁর জীবন নিয়েই সংশয় ছিল। মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন। ক্রিকেটে কবে ফিরতে পারবেন, এ নিয়ে ছিল চিন্তা। অবশেষে গত আইপিএল দিয়ে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। শ্রীলঙ্কা সফর অবশ্য খুব ভালো কাটেনি। অবশেষে দীর্ঘ ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। যেন পুনর্জন্ম। দুর্ঘটনার আগে শেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধেই। মীরপুরে সেই টেস্টে ৭ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছিল। সেই বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন এবং সেঞ্চুরি। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ছবিও।

নতুন জীবন, টেস্ট ক্রিকেটে ফেরা। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও ছন্দে দেখাচ্ছিল পন্থকে। যদিও ৩৯ রানেই ফেরেন। দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি। কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ছুঁয়েছেন গুরু মহেন্দ্র সিং ধোনিকে। ভারতীয় কিপার-ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি ছিল ধোনিরই। দ্রুতই হয়তো তাঁকে ছাপিয়ে যাবেন পন্থ। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঝড় তুলেছেন। তাঁর ট্রেডমার্ক ওয়ান হ্যান্ডেড সিক্স, রিভার্স সুইপ সবই দেখা গিয়েছে। ১৩টি বাউন্ডারি এবং ৪টি ছয় মেরেছেন। ঝড়ের আগে প্রার্থনা করেই নেমেছিলেন।

এই খবরটিও পড়ুন

সম্প্রচারকারী চ্যানেলে একটি ফুটেজ দেখানো হয়েছিল, যা থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ক্রিনগ্র্যাব ছড়িয়ে পড়েছে। ব্যাটিংয়ে নামার আগে ব্যাট, গ্লাভস, হেলমেট রেখে প্রার্থনা করছেন ঋষভ পন্থ। প্রার্থনা সফল। চেন্নাইতে ঝকঝকে ইনিংসে সেই পুরনো পন্থকে পাওয়া গিয়েছে।

Next Article