KL Rahul: ডাবল সেঞ্চুরির ম্যাচে ৮ হাজারের ক্লাবে কেএল রাহুল

India vs Bangladesh: চিপকে লোকেশ রাহুলকে উইকেটকিপারের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। কারণ একাদশে রয়েছেন ঋষভ পন্থ। তাই রাহুলের মনোযোগ ব্যাটিং ও ফিল্ডিংয়ে।

KL Rahul: ডাবল সেঞ্চুরির ম্যাচে ৮ হাজারের ক্লাবে কেএল রাহুল
KL Rahul: ডাবল সেঞ্চুরির ম্যাচে ৮ হাজারের ক্লাবে কেএল রাহুলImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Sep 21, 2024 | 6:47 PM

কলকাতা: বর্তমানে ভারতের (India) উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল (KL Rahul) ব্যস্ত বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রথম টেস্টে। চিপকে তাঁকে উইকেটকিপারের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। কারণ একাদশে রয়েছেন ঋষভ পন্থ। তাই রাহুলের মনোযোগ ব্যাটিং ও ফিল্ডিংয়ে। নাজমুল হোসেন শান্তদের দলের বিরুদ্ধে ছয়ে নামতে দেখা গিয়েছে রাহুলকে। এই ম্যাচ রাহুলের কেরিয়ারের মাইলফলক ম্যাচ। কেন জানেন?

রাহুল আসলে চিপকে আন্তর্জাতিক কেরিয়ারের ২০০তম ম্যাচ খেলছেন। আর তাতে আট হাজারের ক্লাবে ঢুকে পড়েছেন। সেই ২০১৪ সাল থেকে এতদিন অবধি ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেন ৭৯৭৯ রান। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রান করেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ২২* রান। সেই সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করে নিয়েছেন। আপাতত ২০০টি আন্তর্জাতিক ম্যাচে রাহুলের সংগ্রহ ৮০১৭ রান।

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের তৃতীয় দিন রাহুলের এক ক্যাচ বিশেষ নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। বাংলাদেশের মুশফিকুর রহিমের যে ক্যাচটি নিয়েছিলেন রাহুল, তা সহজ ছিল না। শর্ট মিড অফে ফরোয়ার্ড ড্রাইভ দিয়ে মুশফিকুরের ক্যাট তালুবন্দি করেন রাহুল। অনেকটা লো ক্যাচ ছিল। কিন্তু তিনি কোনও ভুল করেননি। এই ধরনের ক্যাচ নেওয়া সহজ হয় না। যে কারণে রাহুলের ওই ক্যাচ নিয়ে চর্চা চলছে। উল্লেখ্য, ১১ বলে ১৩ রান করে অশ্বিনের শিকার হন মুশফিকুর।

ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশের সামনে চিপক টেস্ট জয়ের জন্য ৫১৫ রানের বিরাট টার্গেট রেখেছে। বাংলাদেশ ক্রিকেট টিম এই নিয়ে টেস্টে নবম বার ৫০০-র বেশি টার্গেট পেয়েছে। পরিসংখ্যান বলছে এক বারও ৫০০-র বেশি রান তাড়া করে বাংলাদেশ জিততে পারেনি কোনও টেস্ট ম্যাচ।