Rishabh Pant: পায়ে ব্যান্ডেজ, হাতে ক্রাচ; নতুন করে হাঁটতে শিখছেন পন্থ

২০২২ সালের শেষদিকে ভয়ানক অ্যাক্সিডেন্টে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। এ বার সুস্থ হয়ে ওঠার পালা।

Rishabh Pant: পায়ে ব্যান্ডেজ, হাতে ক্রাচ; নতুন করে হাঁটতে শিখছেন পন্থ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 8:01 PM

নয়াদিল্লি: পায়ে মোটা ব্যান্ডেজ, ক্রাচে ভর করে অল্প অল্প করে হাঁটছেন। সুস্থতার পথে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালের শেষদিকে ভয়ানক অ্যাক্সিডেন্টে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। এ বার সুস্থ হয়ে ওঠার পালা। দু পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের পর কেমন আছেন পন্থ? জানতে উৎসুক ছিল ক্রিকেট বিশ্ব। ছবি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করলেন উইকেটকিপার-ব্যাটার। একদিকে নাগপুরে চলছে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) ধুন্ধুমার লড়াই। উইকেটের পিছনে পন্থের কার্যকলাপ মিস করছেন ক্রিকেটপ্রেমীরা। তারই মধ্যে শুক্রবারের সন্ধ্যায় পন্থের টুইট। কী বার্তা দিলেন পন্থ? বিস্তারিত TV9 banglaয়।

গতবছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে ভয়ানক অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। তাঁর দুর্ঘটনার খবরে থমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ, পাকিস্তান-সহ অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলি থেকেও পন্থের দ্রুত সুস্থতা কামনায় টুইট করেছেন ক্রিকেটাররা। হাঁটুর লিগামেন্টের সার্জারির জন্য মুম্বইয়ের হাসপাতালে নিয়ে আসা হয় পন্থকে। দুই হাঁটুতে সফল সার্জারির পর এখন সুস্থ হয়ে ওঠার পথে জাতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটার। সেরে উঠতে সময় লাগবে তাঁর। চিকিৎসকদের অনুমান, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে গোটা বছরটাই লেগে যেতে পারে। গতবছর অমন ভয়াবহ অ্যাক্সিডেন্টের কবলে না পড়লে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে দেখা যেত তাঁকে। সেই উপায় নেই। আপাতত টিভিতেই চোখ রাখছেন, একইসঙ্গে ক্রাচে ভর করে ধীরে ধীরে একাই হাঁটার চেষ্টা করছেন।

One step forward One step stronger One step better pic.twitter.com/uMiIfd7ap5

— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023

শুক্রবার টুইটারে দুটি ছবি দিয়ে ঋষভ লিখেছেন, “একধাপ সামনের দিকে, একধাপ শক্তিশালী হওয়ার দিকে, একধাপ আরও ভালো কিছুর দিকে।” টুইটের নীচে তাঁর সুস্থতা কামনায় কয়েক হাজার মন্তব্যে ভরে গিয়েছে। কয়েকদিন আগে বাড়ির সামনের লনের ছবি পোস্ট করে পন্থ লিখেছিলেন, “এখানে বসে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি বলে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।”