AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড় বদল UTS অ্যাপে, এবার বাড়ি বসেই কাটুন লোকাল ট্রেনের টিকিট

UTS App: এখন যাত্রীরা যেকোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন। আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটারের মধ্যে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন।

বড় বদল UTS অ্যাপে, এবার বাড়ি বসেই কাটুন লোকাল ট্রেনের টিকিট
বাড়ি বসেই মিলবে লোকাল ট্রেনের টিকিট।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: May 19, 2024 | 6:12 AM
Share

কলকাতা: স্টেশন থেকে অনেক দূরে বাড়ি ? ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে ? কোনও চিন্তা নেই। পূর্বরেল আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছে। এখন, স্টেশন থেকে বাড়ি যত দূরেই হোক না কেন, UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।

ট্রেনের জেনারেল বা সাধারণ শ্রেণিতে ভ্রমণ আরও সহজ করতে, UTS অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যেকোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন। আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটারের মধ্যে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এখন এই সীমা তুলে নেওয়া হয়েছে। এর ফলে এখন যাত্রীরা যেকোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন।

শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না। বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা, যাতে অনলাইন মাধ্যম, পেপারলেস টিকিটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায়।