Money Recover: নামকরা জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে ৪০ কোটি উদ্ধার, এখনও গোনা চলছে…

IT Raid: টাকা গোনার মেশিন এনে শুরু হয় গণনা। সন্ধ্যা পার করে গেলেও গোনা আর শেষ করতে পারেননি আধিকারিকরা। এই প্রতিবেদন প্রকাশ করা অবধি টাকা গোনা চলছে বলে খবর। জানা গিয়েছে, আগ্রা, কানপুর ও লখনউয়ে দোকান রয়েছে সংস্থাটির। সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।

Money Recover: নামকরা জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে ৪০ কোটি উদ্ধার, এখনও গোনা চলছে...
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: May 19, 2024 | 12:07 AM

আগ্রা: নাম করা জুতোর দোকান। তাদের অফিস ও ব্যবসায়ীর বাড়িতে শনিবার হানা দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ‘হিসাববহির্ভূত’ প্রায় ৪০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। জানা গিয়েছে, উত্তর প্রদেশের আগ্রায় এই অভিযান চলে। সূত্রের দাবি, বিপুল নগদ গুনতে একেবারে হিমশিম খেতে হচ্ছে আয়কর দফতরের আধিকারিকদের। এখনও টাকা গোনা চলছে। কোথায় গিয়ে উদ্ধার হওয়া নগদের পরিমাণ থামবে তা এখনও অনুমান করা যাচ্ছে না।

শনিবার দুপুরে আগ্রার ওই জুতো ব্যবসায়ীর অফিস-সহ একাধিক জায়গায় হানা দেয় আয়কর বিভাগের টিম। তারা তারা নোটের বান্ডিল উদ্ধার শুরু হয়। বেলা যত এগিয়েছে বেড়ে চলেছে বান্ডিলের সংখ্যা।

এরপর টাকা গোনার মেশিন এনে শুরু হয় গণনা। সন্ধ্যা পার করে গেলেও গোনা আর শেষ করতে পারেননি আধিকারিকরা। এই প্রতিবেদন প্রকাশ করা অবধি টাকা গোনা চলছে বলে খবর। জানা গিয়েছে, আগ্রা, কানপুর ও লখনউয়ে দোকান রয়েছে সংস্থাটির। সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।