Virat Kohli: বিরাটের দায়িত্ব পরিস্কার করতে হবে রোহিত-রাহুলকে, বলছেন প্রাক্তন নির্বাচক

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Jan 29, 2022 | 6:00 PM

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুলকে পরামর্শ দিকে দেখে গেছে বিরাটকে। সাবা করিম থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের প্রায় সবাই মনে করছেন, বিরাট নতুন ভাবে মানিয়ে নিতে পারবেন।

Virat Kohli: বিরাটের দায়িত্ব পরিস্কার করতে হবে রোহিত-রাহুলকে, বলছেন প্রাক্তন নির্বাচক
দুই সিনিয়রের সাফল্যের দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা। Pics Courtesy: Twitter

Follow Us

মুম্বই: ৬ ফেব্রুয়ারির আমদাবাদে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) একদিনের সিরিজ। এই সিরিজই ফুল-টাইম ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অভিষেক। পাশাপাশি রোহিতের অধীনে খেলা শুরু করবেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটে নতুন যুগের শুরু। কিন্তু এই নতুন যুগ যে বিতর্ক সঙ্গে নিয়ে শুরু হচ্ছে। এই অবস্থায় নতুন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) পরামর্শ প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিমের (Saba Karim)। তাঁর মতে, ক্যাপ্টেন রোহিত ও কোচ রাহুলের উচিত বিরাটের সঙ্গে আলোচনা বসে দলে কোহলির ভূমিকা স্পষ্ট করে দেওয়া। দল তাঁর কাছে কি কি চাইছে, সেটা জানার অধিকার আছে বিরাটের। সাবার মতে, বিরাট একজন অভিজ্ঞ ক্রিকেটার। নতুন অধিনায়ক তাঁকে ভূমিকা পরিষ্কার করে দিলে বিরাট আরও সহজে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন ও মন খুলে পারফর্ম করতে পারবেন।

তিন মাসের মধ্যে ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে দূরে সরে গেছেন বিরাট। একজন ক্রিকেটার হিসেবেই খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে। তবে সেই সিরিজে ফুল টাইম অধিনায়ক রোহিত ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ফিরছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত্‍ রোহিত-রাহুলের কাঁধে ভর করে এগোতে শুরু করবে। ড্রেসিংরুমে যেমন মতাদর্শর বদল হবে, তেমনই নতুন করে শুরু হবে পরিকল্পনা। সেই পরিকল্পনায় বিরাটের ভূমিকাটাই পরিষ্কার ভাবে দেখতে চাইছেন সাবা করিম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুলকে পরামর্শ দিকে দেখে গেছে বিরাটকে। সাবা করিম থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের প্রায় সবাই মনে করছেন, বিরাট নতুন ভাবে মানিয়ে নিতে পারবেন। কোহলি অভিজ্ঞ। অনেক ওঠা-পড়া দেখেছেন। তাই যত সময় যাবে, অধিনায়কত্ব বিতর্ক তাঁর ভাবনা চিন্তা থেকেও বেরিয়ে যাবে। ব্যাট হাতে দলকে কি ভাবে সাহায্য করতে পারবেন, সেই চিন্তাই প্রধান হয়ে উঠবে কোহলির কাছে। ২০১৯ সালে ইডেনে পিঙ্ক টেস্টের পর থেকে সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে। অধিনায়কত্বের চাপ সরিয়ে আবার বড় রান ফিরবে কোহলির ব্যাট। আশা তাঁর ভক্তদের।

Next Article
India vs West Indies: এক ম্যাচের সহ-অধিনায়ক ঋষভ পন্থ
Ravichandran Ashwin: ব্যাট হাতে ‘পুষ্পা’র শ্রীবল্লি নাচে মজলেন অশ্বিন