কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মধ্যে ‘অল ইজ ওয়েল’ হওয়ার পথে। এ বারের আইপিএলে (IPL) হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স একমাত্র দল, যারা এখনও শূন্যে দাঁড়িয়ে রয়েছে। গত ৩টি ম্যাচে হার্দিক পান্ডিয়াকে প্রত্যেক স্টেডিয়ামে বিদ্রুপের শিকার হতে হয়েছে। রোহিত শর্মার অনুরাগীরা হার্দিকের বিরুদ্ধে যখনই সুযোগ পেয়েছেন ক্ষোভ উগরে দিয়েছেন। মাঝে জানা গিয়েছিল মুম্বই শিবিরও হার্দিক এবং রোহিতের জন্য দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এ বার সেই ছবিটা একটু করে বদলে যাচ্ছে। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে রোহিত শর্মাদের পরবর্তী আইপিএল ম্যাচ। তার আগে আপাতত ফুরফুরে মেজাজে এমআই শিবির।
হারের হ্যাটট্রিক নিয়ে মুম্বই শিবিরে যে আলোচনা হচ্ছে না, তেমনটা নয়। কিন্তু যে কোনও খেলায় হার-জিত থাকেই। তাই অতীতে পড়ে থেকে কোনও লাভ নেই, এই তত্ত্বেই বিশ্বাস করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচের পর ছ’দিনের বিরতি পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাই আপাতত মুম্বইয়ের ক্রিকেটাররা জামনগরে পৌঁছে গিয়েছেন ছুটি কাটাতে। সেখানেই হার্দিক ও রোহিতকে একসঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে। হার্দিককে আলিঙ্গন করতে দেখা গিয়েছে রোহিতকে।
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা MI Daily- ডায়েরির অন্তর্গত। মুম্বই ইন্ডিয়ান্সের অ্যাপ্লিকেশনে পুরো ভিডিয়ো দেখা যাবে বলে জানানো হয়েছে। ইন্সটাগ্রামে এমআইয়ের ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বইয়ের ক্রিকেটাররা জেট স্কি-র মজা নিয়েছেন। রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, টিম ডেভিডদের দারুণ মজা করতে দেখা গিয়েছে।
That’s one way to unwind and have some quality team time 🤩➡️ https://t.co/GyuukJgUDk
Catch it all on #MIDaily now, available on our website and MI app 📹💙#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/rwTLt8mMRi
— Mumbai Indians (@mipaltan) April 5, 2024
মুম্বই টিমের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য বিশেষ ডিনার পার্টির ব্যবস্থাও করেছিল ওই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। এবং ক্রিকেটারদের ফুরফুরে ও তরতাজা রাখান জন্য নাচ-গানের মাধ্যমে বিনোদন দেওয়ার ব্যবস্থাও করেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন।