Ranji Trophy 2024-25: রঞ্জিতে ব্যর্থ রোহিত-যশস্বী, সেঞ্চুরিতে দুরন্ত কামব্যাক এক অন্য তারকার!
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় তাঁকে। ঝুরি-ঝুরি রানের জন্য তাঁকে প্রিন্স বলেও ডাকা শুরু হয়েছে। সেই তিনিই আবার চোট-আঘাত, ফর্ম হারিয়ে চাপে পড়েছেন। অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশিত রান আসেনি। সমালোচনাও যে কারণে কম হচ্ছে না। তারই মধ্যে ফিরেছেন রঞ্জি ক্রিকেটে।
কলকাতা: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় তাঁকে। ঝুরি-ঝুরি রানের জন্য তাঁকে প্রিন্স বলেও ডাকা শুরু হয়েছে। সেই তিনিই আবার চোট-আঘাত, ফর্ম হারিয়ে চাপে পড়েছেন। অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশিত রান আসেনি। সমালোচনাও যে কারণে কম হচ্ছে না। তারই মধ্যে ফিরেছেন রঞ্জি ক্রিকেটে। ৬ বছর পর আবার ঘরোয়া ক্রিকেট খেলতে নেমে ব্যর্থ হয়েছিলেন। মাত্র ৪ করে ফিরেছিলেন ওপেনার। দ্বিতীয় ইনিংসে সেই তিনিই আবার দারুণ ছন্দে। পুরো দল যখন ভাঙনের মুখে দাঁড়িয়ে, একাই লড়াই করলেন শুভমন গিল। প্রথম ইনিংসের ব্যর্থতা মুছে কর্নাটকের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরিও করলেন পঞ্জাবের অধিনায়ক।
মাত্র ৫৫ রানে চিন্নাস্বামীতে শেষ হয়ে গিয়েছিল পঞ্জাব। জবাবে কর্নাটক ৪৭৫ রানের বিশাল স্কোর খাড়া করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পঞ্জাবের সামনে চ্যালেঞ্জ ছিল ইনিংসে হার বাঁচানো। তা অবশ্য হচ্ছে না। কিন্তু শুভমন গিল একটা দিক ধরে না থাকলে আরও লজ্জাজনক হারের মুখে পড়তে হত পঞ্জাবকে। সাধারণত আগ্রাসী ব্যাটার। বিপক্ষ বোলারকে নিয়ে ছেলেখেলা করতে ভালোবাসেন। সেই শুভমন কিছুটা স্বভাববিরোধী ব্যাটিংই করলেন। একটা সময় ৪৫ বল খেলে মাত্র ৮ রান করেছিলেন। ধীরে ধীরে ছন্দ খুঁজে পান শুভমন। লাঞ্চের পরই চেনা ছন্দে ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত ১৫৯ বলে সেঞ্চুরি এসেছেন শুভমনের। মেরেছেন ১৪টা চার ও তিনটে ছয়।
এই খবরটিও পড়ুন
একটা দিক ধরে থাকলেও দলের ভাঙন রুখতে পারেননি। নিজে সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু ১০২ করে আউট হয়ে ফেরেন। তার পরই ম্যাচের ফলাফল পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল সহ একাধিক ভারতীয় তারকা যখন রঞ্জি খেলতে নেমে ব্যর্থ, তখন শুভমনের ব্যাট থেকে এল সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সেঞ্চুরি তাঁকে কিছুটা স্বস্তিতে রাখবে। শুধু তাই নয়, ফর্মে ফেরা শুভমনও চিন্তা কমালেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের।