IND vs NZ, 1st ODI: নিজামের শহরে খেলবেন সদ্য ডাবল সেঞ্চুরি করা ব্যাটার, জানালেন রোহিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 17, 2023 | 7:29 PM

Rohit Sharma: আগামী কাল, ১৮ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের ওডিআই সিরিজ। তার আগে প্রেস কনফারেন্সে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলবেন বাংলাদেশ সফরে ওডিআই সিরিজে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় তারকা।

IND vs NZ, 1st ODI: নিজামের শহরে খেলবেন সদ্য ডাবল সেঞ্চুরি করা ব্যাটার, জানালেন রোহিত
কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলবেন বাংলাদেশ সফরে ডাবল সেঞ্চুরি করা তারকা, জানালেন রোহিত
Image Credit source: PTI

Follow Us

হায়দরাবাদ: টিম ইন্ডিয়ার পাখির চোখ দেশের মাটিতে এ বছর হতে চলা ওডিআই বিশ্বকাপে (ICC Men’s Cricket World Cup 2023)। তার আগে তেইশে কয়েকটি ওডিআই সিরিজে খেলার সুযোগ পাচ্ছে ভারতীয় দল। নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওডিআই সিরিজে ক্লিন সুইপ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। আগামী কাল, ১৮ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের ওডিআই সিরিজ। তার আগে প্রেস কনফারেন্সে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলবেন বাংলাদেশ সফরে ওডিআই সিরিজে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় তারকা। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র প্রতিবেদনে।

ওডিআই বিশ্বকাপের জন্য এখন থেকেই বিভিন্ন পরিকল্পনা কাজে লাগাচ্ছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে হওয়া ওডিআই সিরিজে ভারতের স্কোয়াডে ছিলেন ঈশান কিষাণ। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। বাংলাদেশ সফরে গিয়ে ওডিআই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান। তারপরও তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার কিউয়িদের বিরুদ্ধে আর সেই প্রশ্ন থাকছে না। কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত জানিয়ে দিলেন, টম ল্যাথামদের বিরুদ্ধে মিডল অর্ডারে খেলবেন ঈশান কিষাণ।

পিঠের চোটের কারণে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগেই ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। পাশাপাশি ব্যক্তিগত কারণে, এই সিরিজে নেই লোকেশ রাহুলও। যার ফলে মিডল অর্ডারে খেলানো হবে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে। রোহিত বলেন, “মিডল অর্ডারে ঈশান ব্যাটিং করবে। বাংলাদেশের বিরুদ্ধে ওই দুরন্ত ইনিংসটার পর ও এখানে রান করার সুযোগ পেয়েছে, তাতে আমি আনন্দিত।”

ভারতের ব্যাটারদের পাশাপাশি বোলিং বিভাগ বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, উমরান মালিককে দিয়ে পেস বিভাগে আক্রমণ করার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। হায়দরাবাদে হবে এই সিরিজের প্রথম ম্যাচ। ফলে ঘরের মাঠে প্রথম বার দেশের জার্সিতে মাঠে নামবেন সিরাজ। স্পিন বিভাগে তাঁদের সঙ্গে থাকছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এ বার দেখার টম ল্যাথামদের বিরুদ্ধে প্রথম ম্যাচে একাদশে জায়গা পাবেন কোন ক্রিকেটাররা।

সাত ব্যাটার এবং চার বিশেষজ্ঞ বোলার খেলানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে রোহিত বলেন, “আমি সত্যি কোনও কিছুতেই আপস করতে চাই না। যাই হোক না কেন, আমরা সেরা একাদশ নিয়েই খেলতে চাই। আট এবং নয় নম্বর আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হতে চলেছে। এমন একজনকে চাই যে ওই সময়ে ব্যাট করতে পারে। তাই আমরা শার্দূলকে দলে পেয়েছি, ও আমাদের আট নম্বরের দিকটায় ভরসা দিতে পারে। আমরা যদি প্রথম দিকে উইকেট হারাই বা মিডল অর্ডারে তা হলে আমাদের চাপ হতে পারে। এই বিষয়টা আমাদের ভাবাচ্ছে। তবে এটাও বলা যায়, আপনার কাছে যদি ভালো সাত ব্যাটার থাকে, যারা যে কোনও পরিস্থিতিতে দলের জন্য কাজে লাগতে পারে, তা হলেই কম্বিনেশনটা ঠিক থাকবে।”

একইসঙ্গে রোহিত বলেন, “আমরা বিভিন্ন পরিবেশে সারা ভারতে (বিশ্বকাপ) খেলব। আমাদের সবকিছু মূল্যায়ন করতে হবে। আমরা তিনজন স্পিনার নিয়ে খেলতে পারব কিনা। ভাগ্যক্রমে আমাদের এমন স্পিনার আছে যারা ব্যাটও করতে পারে — অক্ষর, ওয়াশি (সুন্দর), শাহবাজ এবং জাড্ডু ( রবীন্দ্র জাডেজা)।

Next Article