Rohit Sharma: রোহিত শর্মা ৫০ বছর অবধি খেলতে পারে, যদি… কী বলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার?

May 17, 2024 | 2:40 PM

ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মার বয়স ৩৭। তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়ে চুটিয়ে খেলছেন। আইপিএলের পর ভারতীয় টিমকে টি-২০ বিশ্বকাপে খেলতে দেখা যাবে। রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় টিম বিশ্বকাপে খেলবে।

Rohit Sharma: রোহিত শর্মা ৫০ বছর অবধি খেলতে পারে, যদি... কী বলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার?
Rohit Sharma: রোহিত শর্মা ৫০ বছর অবধি খেলতে পারে, যদি... কী বলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার?
Image Credit source: X

Follow Us

কলকাতা: বয়স কি ক্রীড়াবিদদের কাছে বড় বাধা? বয়স হয়ে যাওয়া মানেই কি ফুরিয়ে যাওয়া? একাধিক ক্রীড়াবিদ অনেক সময় ৪০-এর কোঠায় পা রাখার আগেই অবসর ঘোষণা করেন। অনেকে আবার থাকেন মহেন্দ্র সিং ধোনির মতো। ৪২ বছর বয়সেও ভালোবেসে ক্রিকেটটা চুটিয়ে খেলছেন। ধোনি অবশ্য ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখনও তিনি খেলার মতো ফিট বলেই হলুদ জার্সিতে আইপিএলে নামছেন। এ বার দেশের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং, যিনি ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা, মন্তব্য করেছেন ক্রিকেটারদের বয়স নিয়ে। শুধু তাই নয়, ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কতদিন খেলতে পারেন, সে কথাও জানিয়েছেন তিনি।

রোহিত শর্মার বয়স ৩৭। তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়ে চুটিয়ে খেলছেন। যোগরাজ সিং মনে করেন, রোহিত আরও অনেক দিন ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন। যদি তিনি একটা বিষয় মেনে চলেন। News18 India-কে যোগরাজ সিং বলেন, ‘বয়স নিয়ে এই সংক্রান্ত কথাগুলো কেন হয় আমি বুঝতে পারি না। যদি তোমার বয়স ৪০-৪২ হয় বা যদি ৪৫ বছরও হয়, আর তুমি যদি ফিট থাকো এবং ভালো পারফর্ম করো, তা হলে সমস্যাটা কোথায়? অনেক মানুষ মনে করে ৪০ বছর বয়স হয়ে যাওয়া মানে তুমি বয়স্ক। তোমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে এবং তোমার পারফর্ম করা শেষ। কিন্তু সত্যিটা হল তুমি এখনও ফুরিয়ে যাওনি।’

যোগরাজ সিং ১৯৮৩ সালের বিশ্বকাপ টিমের সদস্য মহিন্দর অমরনাথের উদাহরণ টেনে বলেন, ‘মহিন্দর অমরনাথ ৩৮ বছর বয়সে (৩৩) ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে ও ম্যাচের সেরা হয়েছিল। ভারতীয় ক্রিকেটের এই বয়স ফ্যাক্টর বিষয়টা থেকে বেরিয়ে আসা দরকার। রোহিত শর্মা ও বীরেন্দ্র সেওয়াগ আমার মতে দুর্দান্ত প্লেয়ার। ওরা কখনও ফিটনেস ও ট্রেনিংয়ের বিষয়ে ভাবেনি। রোহিত এটাই করলে ৫০ বছর অবধি খেলা চালিয়ে যেতে পারে।’

বয়স নয়, ফিটনেসই আসল। এমনটাই মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। তাঁর কথায়, ‘স্যার গ্যারি সোবার্স তাঁর বইয়ে লিখেছেন, তিনি জানেন ফিটনেস ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি কখনও পার্টিতে যাননি। তিনি জানিয়েছিলেন, অনুশীলনে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি প্রচুর রানও করেছিলেন। তাই বয়স গুরুত্বপূর্ণ নয়, ফিটনেসটাই আসল।’

Next Article