Rohit Sharma: ত্রিনিদাদে হিট হিটম্যান! নয়া বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা

India vs West Indies: ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছেন রোহিত। এরপর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮০ ও ৫৭ রান করেছেন। আপাতত সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় টিম। দ্বিতীয় টেস্টের আর একটি দিন বাকি রয়েছে।

Rohit Sharma: ত্রিনিদাদে হিট হিটম্যান! নয়া বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা
Rohit Sharma: ত্রিনিদাদে হিট হিটম্যান! নয়া বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মাImage Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 12:02 AM

ত্রিনিদাদ: ক্যারিবিয়ান সফরে (India Tour of West Indies) গিয়ে নয়া বিশ্ব রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ টেস্টের তিন ইনিংসে ১টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন রোহিত শর্মা। ৩৬ বছর বয়সী ভারত অধিনায়ক রোহিত শর্মা পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করার পরই ইতিহাসের পাতায় নাম তুলেছেন। ত্রিনিদাদে কোন রেকর্ড গড়লেন রোহিত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজে হিট হিটম্যান!

ক্যারিবিয়ান সফরটা এখনও অবধি ভালোই কেটেছে রোহিত শর্মার। ডমিনিকায় প্রথম টেস্টে তিনি ১০৩ রান করেছিলেন। এরপর দ্বিতীয় টেস্টে ২টি হাফসেঞ্চুরি করেছেন। এরপরই নয়া রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে একটানা ৩০টি ইনিংসে দুই অঙ্কের রান করা প্রথম ক্রিকেটার হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই রেকর্ড গড়ার পথে তিনি টপকে গিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধন, প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্সদের মতো তারকাদের।

টেস্ট ক্রিকেটে একটানা সবচেয়ে বেশি দুই অঙ্কের রান করা ৫ ক্রিকেটার —

  1. রোহিত শর্মা – টানা ৩০টি ইনিংসে
  2. মাহেলা জয়বর্ধন – টানা ২৯টি ইনিংসে
  3. লেন হাটন – টানা ২৫টি ইনিংসে
  4. রোহন কানহাই – টানা ২৫টি ইনিংসে
  5. এবি ডে ভিলিয়ার্স – টানা ২৪টি ইনিংসে

রোহিত শর্মার শেষ ৩০টি টেস্ট ইনিংস – ১২, ১৬১, ২৬, ৬৬, ২৫*, ৪৯, ৩৪, ৩০, ৩৬, ১২*, ৮৩, ২১, ১৯, ৫৯, ১১, ১২৭, ২৯, ১৫, ৪৬, ১২০, ৩২, ৩১, ১২, ১২, ৩৫, ১৫, ৪৩, ১০৩, ৮০, ৫৭

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার এখন ভারত অধিনায়ক রোহিত শর্মা। উল্লেখ্য, ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছেন রোহিত। এরপর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮০ ও ৫৭ রান করেছেন। আপাতত সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় টিম। দ্বিতীয় টেস্টের আর একটি দিন বাকি রয়েছে।