কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা…। বিশ্বকাপ, আইপিএলের আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। এক ঝাঁক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। ধ্রুব জুড়েল, সরফরাজ খানরা নজর কেড়েছেন। সেই সিরিজেই রোহিতের একটি স্টাম্প মাইক অডিও ভাইরাল হয়। ফিল্ডিংয়ে যেন কেউ ঝিমিয়ে না পড়েন সে কারণেই রোহিত বলেছিলেন, কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে দুরমুশ করার পর, ‘গার্ডেন মে ঘুমনেওয়ালে বন্দে’ ক্যাপশনে ছবিও পোস্ট করেছিলেন রোহিত শর্মা। এ বার পুরোপুরি ক্লিন বোল্ড হয়ে গেলেন।
ক্যাপ্টেন রোহিত শর্মার সেই লাইন ভাইরাল হয়েছিল। তিনি মজার জবাব পেয়েছিলেন আইপিএলের সময়। ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। তিলক ভার্মাকে দেখেই রোহিত বলেন, ক্যয়া হিরো গার্ডেন মে ঘুম রহা হ্যায় ক্যয়া! তিলক ভার্মাও মজার ছলে জবাব দেন, হা ভাইয়া, ইডেন গার্ডেন! রোহিত হেসে চলে গিয়েছিলেন। এ বার ওয়াংখেড়েতেও একই প্রশ্নের সামনে ক্লিন বোল্ড রোহিত।
পুরুষদরে ক্রিকেটে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ওয়াংখেড়েতে বিশ্বজয়ের সেলিব্রেশনে সঞ্চালক গৌরব কাপুর রোহিতকে জিজ্ঞাসা করেন, ‘প্রথম দল হিসেবে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন। তা হলে এটা বলা যায়, ম্যাচে এক মুহূর্তের জন্যও কেউ গার্ডেনে ঘুরে বেড়ায়নি?’ রোহিতের মুখে শুধুই হাসি। এর কী জবাব দেবেন। মজার প্রশ্নে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের অভিব্যক্তিও ছিল দেখার মতো। রোহিত কিছুটা সময় নিয়ে হেসে, তারপর বলেন, ‘আমি এই টিমের প্রত্যেকের জন্য গর্বিত।’
@Ro45Kuljot pic.twitter.com/Hd4EeQU23K
— @Ro45Kuljot Media (@RohitEra_) July 4, 2024