Rohit Sharma : এত খেটে মাত্র এক ম্যাচে ফয়সালা, তিন টেস্টের WTC ফাইনালের দাবি রোহিতের!
WTC final 2023 : টানা দু'বার হেরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার উপলব্ধি, আগামী দিনে WTC ফাইনাল তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়া উচিত।
লন্ডন: দীর্ঘ ২টো বছর ধরে একের পর এক সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) পা রাখতে হয়। ভারতীয় দল দীর্ঘ চার বছর ধরে সেই কাজটাই করে এসেছে। তবু ফাইনালে উঠে খালি হাতে ফিরতে হয়েছে। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। প্রথমে নিউজিল্যান্ড এবং সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টানা দু’বার হেরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার উপলব্ধি, আগামী দিনে WTC ফাইনাল তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়া উচিত। নাহলে দীর্ঘ দু’বছরের পরিশ্রমের পর শুধুমাত্র মাত্র একটা টেস্ট কেন ম্যাচ ভাগ্য গড়ে দেবে? বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
রোহিত বলেছেন, “এই ধরণের বড় ইভেন্টে দুটি দলের জন্যই সমান সুযোগ রাখা উচিত। যদি তিন ম্যাচের সিরিজ হয় তাহলে খুব ভালো হবে। দুটো বছর ধরে প্রবল খাটা খাটুনির পর মাত্র একটা ম্যাচ কি করে ভাগ্য নির্ধারণ করতে পারে। যদি সম্ভব হয় পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এই নিয়ম নিয়ে এলে সেটা আদর্শ হবে।” বিজিত দলের ক্যাপ্টেনের এমন প্রস্তাব মোটেও মনে ধরেনি অজি অধিনায়ক প্যাট কামিন্সের। ২০৯ রানের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গদাকৃতির ট্রফি উঠেছে কামিন্সের হাতে। রোহিতের প্রস্তাব শুনে অলিম্পিকে মেডেলজয়ীদের কথা মনে করিয়ে দিয়েছেন কামিন্স। তিনি বলেছেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৩ ম্যাচ কেন ১৬ ম্যাচেও হতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন অলিম্পিকে অ্যাথলিটরা মেডেল জেতার জন্য একটি ফাইনাল পায়।”
এছাড়া রোহিত আরও বলেছেন, “টানা দু-বার হার। এমনটা কেউই চায় না। আমরাও সর্বস্ব দিয়ে জিততে চেয়েছিলাম। দলের শীর্ষ পাঁচ ব্যাটার অভিজ্ঞ। আমাদের বোর্ডে আরও রান প্রয়োজন ছিল। বোলাররা যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তখনই ওদের কাছ থেকে ম্য়াচের রাশ নেওয়াটা প্রয়োজন ছিল। যেটা ট্রাভিস হেড করতে পেরেছে। আমাদের মনসংযোগে সমস্যা ছিল বলে মনে করি না। তবে এটা ঠিক যে এরকম ম্যাচের আগে প্রস্তুতির জন্য় আরও সময়ে প্রয়োজন। কমপক্ষে ২০-২৫ দিন লাগে। টি-২০ ক্রিকেট থেকে টেস্ট ফরম্যাটে খেলাটা অনেক সময়ই কঠিন।”