কলকাতা: বিশ্বজয়ের খুশি বলে বোঝাতে গেলে রোহিত শর্মার যেন ডিকশনারিও কম পড়ছে। মাঝে মাঝে কী বলবেন ভেবে পাচ্ছেন না। দক্ষিণ আফ্রিকাকে বার্বাডোজে হারিয়ে ভারত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে। এখনও অবশ্য রোহিত ব্রিগেডের দেশে ফেরা হয়নি। বার্বাডোজে বেরিলের দাপটের কারণে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এখনও টাটকা ভারতের বিশ্বজয়ের নানান মুহূর্ত। বিসিসিআইও সময়ের ব্যবধানে এক একটি ভিডিয়ো তাদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। আর সেগুলি ভাইরাল হয়েছে। বিশ্বকাপ জিতে বার্বাডোজের মাটি/ঘাস খেয়েছিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত (Rohit Sharma)। এ বার বোর্ডের এক ভিডিয়োতে রোহিত তেমনটা করার কারণ জানিয়েছেন।
কোনও কিছুই কিন্তু পরিকল্পিত ছিল না। আবেগ কখন, কী ভাবে বেরোবে, তাতে কারও নিয়ন্ত্রণ থাকে না। বিসিসিআইয়ের ভিডিয়োতে রোহিত বলেন, ‘কোনও কিছু আগে থেকে ঠিক করা ছিল না। বলা ভালো পূর্ব পরিকল্পিত কিছুই নয়। আমার ওই মুহূর্তে যেমন মনে হয়েছে, আমি তেমনই করেছি। বিশেষ মুহূর্তটা উপভোগ করছিলাম আমি। ওই পিচে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। ওই মাঠ, ওই পিচ আমি কখনও ভুলতে পারব না। তাই ওর মাঠের ও পিচের একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। আমার জন্য এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছে। ঠিক যেটা আমি চাইছিলাম। তাই আমি ওটা খেয়েছিলাম।’
বার্বাডোজে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ ট্রফি জিতল ভারত। ২৯ জুন ছিল বিশ্বকাপ ফাইনাল। তারপর কেটে গিয়েছে আরও ২টো দিন। কিন্তু নেটদুনিয়ায় ভারতের জয় নিয়ে আলোচনা বন্ধ হয়নি। বরং প্রতি মুহূর্তে বিশ্বজয়ের কোনও না কোনও ঘটনা, ছবি ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়।
💬💬 𝙄𝙩 𝙝𝙖𝙨𝙣’𝙩 𝙨𝙪𝙣𝙠 𝙞𝙣 𝙮𝙚𝙩
The celebrations, the winning gesture and what it all means 🏆
Captain Rohit Sharma takes us through the surreal emotions after #TeamIndia‘s T20 World Cup Triumph 👌👌 – By @Moulinparikh @ImRo45 | #T20WorldCup pic.twitter.com/oQbyD8rvij
— BCCI (@BCCI) July 2, 2024