Sourav Ganguly: ‘কোহলি-রোহিতের উচিত…,’ সিদ্ধান্ত জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Virat Kohli-Rohit Sharma: শুভমন গিলের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে সিরিজে পিছিয়ে পড়েও ড্র। বিরাট কোহলি, রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে এ বার নিজের মত জানালেন দেশের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই তারকা ক্রিকেটার সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ইংল্যান্ড সফরের আগেই প্রথমে অবসরের সিদ্ধান্ত রোহিতের। তাঁর কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন বিরাট কোহলিও। এই দুই তারকাকে ছাড়াই ইংল্যান্ডে দারুণ ফল করেছে ভারতীয় দল। শুভমন গিলের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে সিরিজে পিছিয়ে পড়েও ড্র। বিরাট কোহলি, রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে এ বার নিজের মত জানালেন দেশের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়।
টি-টোয়েন্টি ফরম্যাটকে আগেই বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটেও প্রাক্তন। এখন তাঁরা শুধুই ওয়ান ডে ক্রিকেটে রয়েছেন। সেই জায়গায়ও টলমল। জল্পনা চলছে, এই ফরম্যাট থেকেও সরে দাঁড়াতে পারেন বিরাট-রোহিত। বোর্ডও এমন বার্তা দিয়ে থাকতে পারেন। শহরে একটি অনুষ্ঠানে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, বিরাট-রোহিত ওয়ান ডে ক্রিকেটে যে ছন্দে রয়েছে, তাতে তাঁদের খেলা চালিয়ে যাওয়া উচিত। পারফরম্যান্সই তাঁদের মাপকাঠি হওয়া উচিত এমনটাই মত সৌরভের।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি জানি না কী জল্পনা চলছে। কে খেলবে বা কে খেলবে না বলা কঠিন। ওরা যদি ভালো পারফর্ম করে, খেলা চালিয়ে যাওয়া উচিত। কোহলির ওয়ান ডে পরিসংখ্যান চোখ ধাঁধানো। তেমনই রোহিতেরও। সাদা-বলের ক্রিকেটে দু-জনেই দুর্দান্ত।’ জল্পনা চলছে, অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজই এই ফরম্যাটে শেষ দুই তারকা ক্রিকেটারের।
