Cricket News: আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ব্যাটিংয়ে দাপট যাঁদের…

Yashasvi Jaiswal-Joe Root: এখনও এক ম্যাচ বাকি। রুটের ব্যাটেও যেন আরও অনেক কীর্তি বাকি। এ বছর তিনি একাই নন, ব্যাটিংয়ে যাঁরা দাপট দেখিয়েছেন, তাঁদের নিয়েই আলোচনা। অন্তত দশ ইনিংসে ব্যাটিং করা ক্রিকেটারদের মধ্যে রুটের গড়ই বেশি। আর কারা রয়েছেন এই তালিকায়?

Cricket News: আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ব্যাটিংয়ে দাপট যাঁদের...
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 03, 2024 | 12:24 AM

দুর্দান্ত ক্রিকেট খেলছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। একের এক অনবদ্য ইনিংসে নজর কাড়ছেন। সদ্য লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু-ইনিংসেই সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। এখনও এক ম্যাচ বাকি। রুটের ব্যাটেও যেন আরও অনেক কীর্তি বাকি। এ বছর তিনি একাই নন, ব্যাটিংয়ে যাঁরা দাপট দেখিয়েছেন, তাঁদের নিয়েই আলোচনা। অন্তত দশ ইনিংসে ব্যাটিং করা ক্রিকেটারদের মধ্যে রুটের গড়ই বেশি। আর কারা রয়েছেন এই তালিকায়?

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. টিম ডেভিড- এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১১ ইনিংস ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। তাঁর ব্যাটিং গড় ৪৫.২০।
  2. ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুকও দুর্দান্ত ফর্মে। এ বছর ১৪ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৪৭.০৯।
  3. তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্ক। সব ফরম্যাট মিলিয়ে ২৩ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৪৭.২০।
  4. ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেজও রয়েছেন এই তালিকায়। ১১ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৪৮.১৪।
  5. শ্রীলঙ্কার আর এক ক্রিকেটার কুশল মেন্ডিসের ১৯ ইনিংসে ব্যাটিং গড় ৫২.০৬।
  6. ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের ১২ ইনিংসের পর ব্যাটিং গড় ৫২.৮৩
  7. পাকিস্তানের কিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের ২১ ইনিংসের পর ব্যাটিং গড় ৫৮.৮৬।
  8. কিউয়ি তারকা ব্যাটার কেন উইলিয়ামসনের ১৩ ইনিংসের পর ব্যাটিং গড় ৫৯.১০।
  9. তালিকায় উপরের সারিতে ইংল্যান্ডের ব্যাটার জো রুটই। ১৮ ইনিংসের পর রুটের ব্যাটিং গড় ৬০.০৬।
  10. ব্যাটিং গড়ে শীর্ষে ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। টি-টোয়েন্টিতে সেই অর্থে ভালো ইনিংস দেখা যায়নি। টেস্ট ক্রিকেটে এ বছর বিধ্বংসী ছন্দে যশস্বী। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ১৯ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৬০.৭৬।