RCB New Captain: বিরাট নন, নতুন ক্যাপ্টেন ঘোষণা করল আরসিবি
Indian Premier League 2025: কিছুক্ষণ আগেই বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে রজত পাতিদারকে নতুন ক্য়াপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে। রজত পাতিদারকে ক্যাপ্টেন ঘোষণার পরই বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা ভিডিয়ো বার্তায় তাঁকে শুভেচ্ছা জানান।

আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। গত কাল ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নানা ভিডিয়ো-সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, নতুন ক্যাপ্টেন বেছে নেওয়া হবে আজ। কিছুক্ষণ আগেই বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে রজত পাতিদারকে নতুন ক্য়াপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে। আইপিএল অকশনের পরই আলোচনা চলছিল আরসিবির ক্যাপ্টেন কে হবেন। তার কারণ, ফাফ ডুপ্লেসিকে রিটেন করেনি আরসিবি। ২০২২ সালে নিজে থেকেই ক্য়াপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। আবারও তিনিই ক্যাপ্টেন হিসেবে ফিরবেন কি না, এই নিয়ে জোর আলোচনা চলছিল। তেমনই ভবিষ্যতের কথা ভেবে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, এমন ভাবনাও ছিল।
এদিন সকাল থেকেই নানা অনুমান চলতে থাকে। অভিজ্ঞ বিরাট কোহলি ফের দায়িত্ব নেবেন কি না, সেই প্রশ্নও উঠছিল। ২০২১ সালে বিরাট ভারতের টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সিও ছেড়েছিলেন। আর তখনই আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার কথাও জানান। গত দু-মরসুমে আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন ফাফ। রজতকে রেডি করা করা হচ্ছিল। সে কারণেই তাঁকে ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্বের কথা বলা হয়। সৈয়দ মুস্তাক আলিতে মধ্য প্রদেশকে নেতৃত্ব দেন রজত পাতিদার। টিমকে ফাইনালেও তোলেন। যদিও ফাইনালে বেঙ্গালুরুতেই মুম্বইয়ের কাছে হার
রজত পাতিদারকে ক্যাপ্টেন ঘোষণার পরই বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা ভিডিয়ো বার্তায় তাঁকে শুভেচ্ছা জানান। বিরাট বলেন, ‘আমি তোমাকে লিডার হিসেবে বেড়ে উঠতে দেখেছি। সব সময় তোমার পাশে রয়েছি। তুমি সাফল্য দেবে, এই বিশ্বাস রয়েছে।’ আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘ওর সবচেয়ে বড় বিষয়, শুধুই নিজের কথা ভাবে না। সবসময়ই দেখে ওর আশেপাশের মানুষগুলোও কেমন পরিস্থিতিতে রয়েছে। টিম মেম্বারদের প্রতি এই দায়িত্ববোধটাই প্রয়োজন।’
রজতকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত যে রাতারাতি হয়নি তা নিশ্চিত। অকশনের পর বিরাট এবং রজত এই দু-জনই ভাবনায় ছিলেন, এমনটাই জানান আরসিবি ডিরেক্টর মো বোবাত। এ ছাড়া টিমের ক্যাপ্টেন্সি করার মতো, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমাররাও ছিলেন। এমনকি বিদেশিদের মধ্যে ফিল সল্টরাও ভাবনায় ছিলেন। বিরাট কোহলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান আরসিবি ডিরেক্টর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওর ব্য়াটিংয়ে যে নেতৃত্বের নেতিবাচক ছাপ পড়েনি, সেটা নজরে রেখেই এমন সিদ্ধান্ত।
The next captain of RCB is…
Many greats of the game have carved a rich captaincy heritage for RCB, and it’s now time for this focused, fearless and fierce competitor to lead us to glory! This calmness under pressure and ability to take on challenges, as he’s shown us in the… pic.twitter.com/rPY2AdG1p5
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
