RR vs DC, IPL 2022 Match 58 Result: মার্শ-ওয়ার্নারের দাপটে ৮ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের

| Edited By: | Updated on: May 11, 2022 | 11:17 PM

Rajasthan Royals vs Delhi Capitals Live Score in Bangla: দেখুন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RR vs DC, IPL 2022 Match 58 Result: মার্শ-ওয়ার্নারের দাপটে ৮ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের
রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস

মুম্বই: আজ, বুধবার আইপিএল-১৫-র (IPL 2022) ৫৮তম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে শুরুতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির নেতা পন্থ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে রাজস্থান। ম্যাচ জিততে পন্থের দিল্লিকে তুলতে হত ১৬১ রান। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের দাপটে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দিল্লি। শেষের দিকে ক্যাপ্টেন পন্থ এসে বাকি কাজটা করে যান। ১১ বল বাকি থাকতেই নির্ধারিত টার্গেট পূর্ণ করে ফেলে দিল্লি। প্রথম পর্বের ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারিয়েছিল রাজস্থান। এই ম্যাচ তাই বদলার চোখেই দেখছিলেন ঋষভ পন্থরা। পাশাপাশি এই ম্যাচে জেতার ফলে প্লে-অফের দৌড়ে টিকে রইলো রাজধানীর দল।

Key Events

প্লে অফের দৌড়ে টিকে রইল দিল্লি

রাজস্থান আজ দিল্লিকে ১৬১ রানের টার্গেট দিয়েছিল। ১১ বল বাকি থাকতেই জয় তুলে নিল পন্থের দিল্লি। এবং এই জয়ের ফলে দিল্লি টিকে রইল প্লে অফের দৌড়ে।

সুপারহিট মার্শ-ওয়ার্নার জুটি

দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন অজি তারকা অল-রাউন্ডার মিচেল মার্শ ও অজি ওপেনার ব্যাটার ডেভিড ওয়ার্নার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 May 2022 11:10 PM (IST)

    ৮ উইকেটে জয়ী দিল্লি

    রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল পন্থের দিল্লি।

  • 11 May 2022 11:03 PM (IST)

    মার্শ আউট

    ৬২ বলে ৮৯ রান করে মাঠ ছাড়লেন মিচেল মার্শ। উইকেটের খোঁজে থাকা রাজস্থানকে অবশেষে উইকেট এনে দিলেন যুজবেন্দ্র চাহাল।

  • 11 May 2022 10:52 PM (IST)

    ১৫ ওভারে দিল্লির স্কোর ১১৪/১

    • খেলা বাকি ৫ ওভারের।
    • ১৫ ওভারে দিল্লির স্কোর ১ উইকেটে ১১৪ রান।
  • 11 May 2022 10:27 PM (IST)

    মার্শের হাফসেঞ্চুরি

    রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ অজি তারকা অল-রাউন্ডার মিচেল মার্শের। ৩৮ বলে ৫৩ রান পূর্ণ করলেন মিচেল মার্শ

  • 11 May 2022 10:24 PM (IST)

    ১০ ওভারে দিল্লির স্কোর ৭৪/১

    • খেলা বাকি আর ১০ ওভারের।
    • প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে দিল্লি তুলেছে ৭৪ রান।
  • 11 May 2022 10:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • শুরুর ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে দিল্লি।
    • ক্রিজে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার।
    • ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ৮৪ বলে ১২৩ রান।
  • 11 May 2022 09:58 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ২৮/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে দিল্লি।
    • ক্রিজে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার।
    • ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ৯০ বলে ১৩৩ রান।
  • 11 May 2022 09:37 PM (IST)

    শ্রীকর আউট

    ট্রেন্ট বোল্ট তুলে নিলেন শ্রীকর ভরতের উইকেট। শুরুতেই ধাক্কা খেল দিল্লি।

  • 11 May 2022 09:34 PM (IST)

    রান তাড়া করতে নামল দিল্লি

    দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও শ্রীকর ভরত।

  • 11 May 2022 09:20 PM (IST)

    ১৬০ রানে থামল রাজস্থান

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানে থামল রাজস্থান। ম্যাচ জিততে পন্থের দিল্লিকে তুলতে হবে ১৬১ রান।

  • 11 May 2022 09:10 PM (IST)

    দেবদত্ত আউট

    দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন অনরিখ নর্টজে। ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন দেবদত্ত।

  • 11 May 2022 09:05 PM (IST)

    পরাগ আউট

    রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন চেতন সাকারিয়া। ৯ রান করে মাঠ ছাড়লেন পরাগ।

  • 11 May 2022 08:51 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১১৬/৩

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে গোলাপি শহরের দল।
  • 11 May 2022 08:45 PM (IST)

    হাফসেঞ্চুরির পরই আউট অশ্বিন

    হাফসেঞ্চুরির পরই উইকেট দিয়ে বসলেন রবিচন্দ্রন অশ্বিন। মিচেল মার্শ ফেরালেন অশ্বিনকে।

  • 11 May 2022 08:43 PM (IST)

    অশ্বিনের হাফসেঞ্চুরি

    টি-২০ কেরিয়ারে এই প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। দিল্লির বিরুদ্ধে ৩৭ বলে হাফসেঞ্চুরি অশ্বিনের।

  • 11 May 2022 08:21 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৬৮/২

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • ক্রিজে রবিচন্দ্রন অশ্বিন ও দেবদত্ত পাড়িক্কাল।
    • বাকি ১০ ওভারে কত রান তোলে রাজস্থান সেদিকে নজর রাখতে হবে।
  • 11 May 2022 08:10 PM (IST)

    যশস্বী আউট

    যশস্বী জসওয়ালের উইকেট তুলে নিলেন মিচেল মার্শ। ১৯ বলে ১৯ রান করে মাঠ ছাড়লেন রাজস্থানের ওপেনার যশস্বী।

  • 11 May 2022 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৪৩ রান।
    • অশ্বিন ব্যাট করছেন ২১ রানে।
    • যশস্বী রয়েছেন ১৩ রানে।
  • 11 May 2022 07:55 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৩২/১

    • ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে ওপেনার জস বাটলারের উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে রাজস্থান।
    • ক্রিজে রবীচন্দ্রন অশ্বিন ও যশস্বী জসওয়াল।
  • 11 May 2022 07:46 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ১১/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩ ওভারে এক উইকেট হারিয়ে ১১ রান তুলেছে রাজস্থান।
  • 11 May 2022 07:44 PM (IST)

    বাটলার আউট

    জস বাটলারের উইকেট তুলে নিলেন চেতন সাকারিয়া। প্রথম উইকেট হারাল রাজস্থান। ৭ রান করে মাঠ ছাড়লেন অরেঞ্জ ক্যাপের মালিক বাটলার।

  • 11 May 2022 07:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    পিঙ্ক আর্মির হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও যশস্বী জসওয়াল।

  • 11 May 2022 07:19 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: শ্রীকর ভরত, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, শার্দূল ঠাকুর, অনরিখ নর্টজে, চেতন সাকারিয়া, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।

  • 11 May 2022 07:17 PM (IST)

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

    দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রসি ভ্যান দার দুসেন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

  • 11 May 2022 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ।

  • 11 May 2022 06:36 PM (IST)

    বাটলার নাকি ওয়ার্নার কার ব্যাট আজ জ্বলে উঠবে?

    জস বাটলার নাকি ডেভিড ওয়ার্নার কার ব্যাট আজ জ্বলে উঠবে?

  • 11 May 2022 06:35 PM (IST)

    মিশন দিল্লির জন্য রওনা দিল পিঙ্ক আর্মি

    ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আর কিছুক্ষণ পর দিল্লির মুখে নামবে রাজস্থান।

  • 11 May 2022 06:33 PM (IST)

    প্রথম পর্বের সাক্ষাতের ফল

    প্রথম পর্বের ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারিয়েছিল রাজস্থান। এই ম্যাচ তাই বদলার চোখেই দেখছেন ঋষভ পন্থরা।

  • 11 May 2022 06:33 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও দিল্লি। তার মধ্যে রাজস্থান জিতেছে ১৩ বার ও দিল্লি জিতেছে ১২ বার।

Published On - May 11,2022 6:30 PM

Follow Us: