AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR vs GT, IPL 2022, Match 24 Result: ম্যাচ জিতে শীর্ষে গুজরাত

| Edited By: | Updated on: Apr 14, 2022 | 11:40 PM
Share

Rajasthan Royals vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

RR vs GT, IPL 2022, Match 24 Result: ম্যাচ জিতে শীর্ষে গুজরাত
রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স

মুম্বই: আজ আইপিএলের (IPL 2022) ২৪তম ম্যাচে নভি মুম্বইয়ে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। দুটো দলই চারটি ম্যাচ খেলে তিনটি জয় ঝুলিতে নিয়ে মাঠে নেমেছিল। আজ যে দল জিতবে তারাই একক ভাবে শীর্ষে উঠতে পারবে লিগ টেবিলের। এটাই ছিল সহজ অঙ্ক। তবে রাজস্থানের কাজটা কঠিন হল যখন ট্রেন্ট বোল্ট চোটের জন্য মাঠে নামতে পারেলন না। গুজরাত টাইটান্সও জোড়া পরিবর্তন নিয়ে মাঠে নামে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে গুজরাত টাইটান্স। ক্যাপ্টেন পান্ডিয়ার ব্যাটে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান বোর্ডে তোলে টাইটান্সরা। ৫২ বলে ৮৭ হার্দিকের। সঙ্গ দেন মিলার ও অভিনব। জাবাবে ব্যাট হাতে বাটলার ঝড় তুললেও একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় রাজস্থান। ২৪ বলে ৫৪ রানের ইনিংস বাটলারের। কিন্তু বাকিরা চাপ নিতে পারলেন না। ৩৭ রানে ম্যাচে জিতে পাঁচ থেকে একে উঠে এল গুজরাত টাইটান্স।

Key Events

গুজরাত টাইটান্স

১৯২/৪ (২০)

রাজস্থান রয়্যালস

১৫৫/৯ (২০)

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 14 Apr 2022 11:29 PM (IST)

    রাজস্থান রয়্যালস ১৫৫/৯ (২০)

    ৩৭ রানে ম্যাচ জিতে লিগ শীর্ষে গুজরাত টাইটান্স। অভিষেক ম্যাচে ৩ উইকেট যশ দয়ালের।

  • 14 Apr 2022 11:02 PM (IST)

    রাজস্থান রয়্যালস ১৩০/৬ (১৫)

    ৩০ বলে ম্যাচ জিততে চাই ৬৩ রান রয়্যালসদের

  • 14 Apr 2022 10:51 PM (IST)

    রাজস্থান রয়্যালস ১১৬/৬ (১২.৫)

    আউট হেটমায়ার। চাপে রাজস্থান।

  • 14 Apr 2022 10:32 PM (IST)

    রাজস্থান রয়্যালস ৯০/৪ (১০)

    শেষ ৬০ বলে চাই ১০৪ রান। ক্রিজে রাসি ও হেটমায়ার

  • 14 Apr 2022 10:15 PM (IST)

    রাজস্থান রয়্যালস ৭৪/৪ (৭.৩)

    আরও একটি উইকেট হারিয়ে চাপে রাজস্থান। এ বার আউট রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 14 Apr 2022 10:04 PM (IST)

    রাজস্থান রয়্যালস ৬৫/৩ (৬)

    পাওয়াপ প্লে-র শেষ ওভারে অশ্বিন ও বাটলারের উইকেট হারাল রাজস্থান। ২৪ বলে ৫৪ রান করে আউট বাটলার। শেষ ৮৪ বলে ম্যাচ জিততে সঞ্জুদের চাই ১২৮ রান।

  • 14 Apr 2022 09:41 PM (IST)

    রাজস্থান রয়্যালস ২৮/১ (২)

    প্রথম উইকেট হারাল রাজস্থান। অভিষেক ওভারেই দেবদত্তের উইকেট নিলেন যশ দয়াল।

  • 14 Apr 2022 09:37 PM (IST)

    রাজস্থান রয়্যালস ১৩/০ (১)

    দুরন্ত শুরু জস বাটলারের। প্রথম ওভারে মারলেন ৩টি চার

  • 14 Apr 2022 09:16 PM (IST)

    গুজরাত টাইটান্স ১৯২/৪ (২০)

    শেষ গুজরাত টাইটান্সের ইনিংস। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৯২ রান টাইটান্সের।

    হার্দিক ৮৭*

    অভিনব ৪৩

    মিলার ৩১*

  • 14 Apr 2022 08:53 PM (IST)

    গুজরাত টাইটান্স ১৩৯/৪ (১৫.৫)

    ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট অভিনব মনোহর। উইকেট নিলেন চাহাল।

  • 14 Apr 2022 08:46 PM (IST)

    গুজরাত টাইটান্স ১৩০/৩ (১৫)

    দুরন্ত ছন্দে গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪০ বলে ৬৬ রানে অপরাজিত হার্দিক

  • 14 Apr 2022 08:19 PM (IST)

    গুজরাত টাইটান্স ৭২/৩ (১০)

    গুজরাত ইনিংসের ১০ ওভার শেষ। সামনে থেকে দলের ব্যাটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। অপরাজিত ৩৪ রানে।

  • 14 Apr 2022 08:03 PM (IST)

    গুজরাত টাইটান্স ৫৩/৩ (৬.৪)

    তৃতীয় উইকেট হারাল গুজরাত টাইটান্স, আউট শুভমন গিল

  • 14 Apr 2022 08:00 PM (IST)

    গুজরাত টাইটান্স ৪২/২ (৬)

    পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৪৮ রান গুজরাত টাইটান্সের। ক্রিজে হার্দিক ও শুভমন।

  • 14 Apr 2022 07:44 PM (IST)

    গুজরাত টাইটান্স ১৫/২ (২.৫)

    দ্বিতীয় উইকেট হারাল গুজরাত টাইটান্স। কুলদীপের বলে আউট বিজয় শঙ্কর।

  • 14 Apr 2022 07:36 PM (IST)

    গুজরাত টাইটান্স ১২/১ (১.১)

    প্রথম উইকেট হারাল গুজরাত টাইটান্স। রান আউট ম্যাথু ওয়েড

  • 14 Apr 2022 07:34 PM (IST)

    গুজরাত টাইটান্স ১২/০ (১)

    প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২ রান গুজরাতের।

  • 14 Apr 2022 07:24 PM (IST)

    খেলছেন না ট্রেন্ট বোল্ট

    চোটের জন্য নেই বোল্ট। পরিবর্তন গুজরাত টাইটান্সেও

  • 14 Apr 2022 07:08 PM (IST)

    টসে রেকর্ড

    আজ আইপিএলের ২৪তম ম্যাচ। এখনও পর্যন্ত সবকটি ম্যাচে যে অধিনায়ক টস জিতেছেন, তারাই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

  • 14 Apr 2022 07:02 PM (IST)

    টস জিতলেন সঞ্জু স্যামসন

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের।

  • 14 Apr 2022 06:30 PM (IST)

    শীর্ষ স্থান দখলের লড়াইয়ে হার্দিক ও সঞ্জু

Published On - Apr 14,2022 6:30 PM