RR vs RCB Match Result, IPL 2022: বাটলারের সেঞ্চুরিতে ভর করে ফাইনালে সঞ্জুর পিঙ্ক আর্মি
Rajasthan Royals vs Royal Challengers Bangalore Live Score in Bangla: দেখুন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আমেদাবাদ: আজ, শুক্রবার আইপিএল-১৫-র (IPL 2022) দ্বিতীয় কোয়ালিফায়ারে (৭৩ তম ম্যাচে) আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টসে জিতে শুরুতে বিরাট কোহলিদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে আরসিবি। ফাইনালে উঠতে হলে সঞ্জুদের তুলতে হত ১৫৮ রান। দুই রয়্যালের লড়াইয়ে আজ জিতল রাজস্থান। ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় রাজস্থানের। বাটলারের সেঞ্চুরিতে ভর করে জিতল রাজস্থান। এ বার সঞ্জুর পিঙ্ক আর্মি ফাইনালে খেলবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২৯ মে এ বারের আইপিএলের ফাইনাল।
উল্লেখ্য, ২০০৮ সালে ফাইনালে খেলেছিল রাজস্থান, এবং তাতে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৩ বছর পর ফের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গুজরাত টাইটান্সদের বিরুদ্ধে নামবে রাজস্থান।
Key Events
এ বারের আইপিএলে (IPL 2022) চতুর্থ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন বাটলার। ৬০ বলে বাটলারের ১০৬ নট আউট ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছয়।
ফাইনালে উঠতে হলে সঞ্জুদের তুলতে হত ২০ ওভারে ১৫৮ রান। ১১ বল বাকি থাকতেই ১৬১ রান তোলে রাজস্থান। ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস।
LIVE Cricket Score & Updates
-
ফাইনালে রাজস্থান
আজ পাওয়া গেল এ বারের আইপিএলের দ্বিতীয় ফাইনালিস্টদের। আরসিবিকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে এ বারের মতো আইপিএল যাত্রা শেষ হল আরসিবির।
-
বাটলারের সেঞ্চুরি
দ্বিতীয় এলিমিনেটরে আরসিবির বিরুদ্ধে ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন জস বাটলার।
-
-
দেবদত্ত আউট
দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন জস হ্যাজেলউড। ৯ রান করে মাঠ ছাড়লেন দেবদত্ত।
-
১৫ ওভারে রাজস্থানের স্কোর ১২৬/২
- খেলা বাকি ৫ ওভারের
- প্রথম ১৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ফেলেছে রাজস্থান
- ম্যাচ জিততে রাজস্থানের এখনও চাই ৩০ বলে ৩২ রান
-
সঞ্জু আউট
সঞ্জু স্যামসনের উইকেট হারাল রাজস্থান। ২৩ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু। ভানিন্দু হাসারঙ্গা আরসিবিকে এনে দিলেন দ্বিতীয় উইকেট
-
-
১০ ওভারে রাজস্থানের স্কোর ১০৩/১
- প্রথম ১০ ওভারের খেলা শেষ
- শুরুর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে রাজস্থান।
-
বাটলারের হাফসেঞ্চুরি
আরসিবির বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জস বাটলার।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৬৭।
- ম্যাচ জিততে রাজস্থানকে এখনও তুলতে হবে ৮৪ বলে ৯১ রান।
-
যশস্বী আউট
প্রথম উইকেট হারাল রাজস্থান। জস হ্যাজেলউড তুলে নিলেন যশস্বী জসওয়ালের উইকেট। ২১ রান করে মাঠ ছাড়লেন যশস্বী।
-
৫ ওভারে রাজস্থানের স্কোর ৬১/০
- প্রথম ৫ ওভারের খেলা শেষ
- শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে রাজস্থান তুলেছে ৬১ রান
-
রান তাড়া করতে নামল রাজস্থান
রাজস্থানের হয়ে রান তাড়া করতে নামলেন জস বাটলার ও যশস্বী জসওয়াল।
-
১৫৭ রানে থামল আরসিবি
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামল আরসিবি। ফাইনালে উঠতে হলে সঞ্জুদের তুলতে হবে ১৫৮ রান।
-
হাসারঙ্গা বোল্ড
প্রসিধ কৃষ্ণার বলে ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়লেন ভানিন্দু হাসারঙ্গা।
-
কার্তিক আউট
প্রসিধ কৃষ্ণা তুলে নিলেন দীনেশ কার্তিকের উইকেট। ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন ডিকে।
-
ম্যাকয় ফেরালেন মহীপালকে
বড় শট নিতে গিয়ে উইকেট দিয়ে বসলেন মহীপাল লোমরোর। ৮ রান করে মাঠ ছাড়লেন মহীপাল।
-
রজতকে ফেরালেন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন তুলে নিলেন রজত পাতিদারের উইকেট। ৫৮ রান করে মাঠ ছাড়লেন রজত
-
১৫ ওভারে আরসিবির স্কোর ১২৩/৩
- খেলা বাকি আর মাত্র ৫ ওভারের
- ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ১২৩ রান।
-
রজতের হাফসেঞ্চুরি
এলিমিনেটর ম্যাচের মতোই ছন্দে রয়েছেন রজত। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রজত পাতিদার।
-
ম্যাক্সওয়েল আউট
গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ২৪ রান করে ফিরলেন ম্যাক্সি।
-
ডু’প্লেসি আউট
ওবেদ ম্যাকয় তুলে নিলেন ফাফ দু’প্লেসির উইকেট। ২৫ রান করে মাঠ ছাড়লেন আরসিবি অধিনায়ক।
-
১০ ওভারে আরসিবির স্কোর ৭৪/১
- প্রথম ১০ ওভারের খেলা শেষ
- ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে আরসিবি
- রজত রয়েছেন ৩২ রানে
- ফাফ ব্যাটিং করছেন ২৫ রানে
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে আরসিবি।
- রজত পাতিদার ব্যাট করছেন ১৪ রানে।
- ফাফ দু’প্লেসি ব্যাট করছেন ১৭ রানে।
-
৫ ওভারে আরসিবির স্কোর ৩৭/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে আরসিবি।
- ক্রিজে রয়েছেন রজত পাতিদার ও ফাফ দু’প্লেসি।
-
৩ ওভারে আরসিবির স্কোর ১৭/১
- প্রথম ৩ ওভারের খেলা শেষ।
- শুরুর ৩ ওভারের মধ্যে কোহলির উইকেট হারিয়ে ফেলেছে আরসিবি।
- প্রথম ৩ ওভারে স্কোরবোর্ডে আরসিবি তুলেছে ১৭ রান।
-
কোহলি আউট
বিরাট কোহলির উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। ৭ রান করে মাঠ ছাড়লেন বিরাট। দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খেল আরসিবি।
-
আরসিবির ইনিংস শুরু
আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও ফাফ দু’প্লেসি।
-
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ
দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা, ওবেড ম্যাকয়।
This XI. This match. ?
Get behind the boys, it's Q2 time!#RoyalsFamily | #HallaBol | #RRvRCB | @Dream11 pic.twitter.com/YBDtFHhOW6
— Rajasthan Royals (@rajasthanroyals) May 27, 2022
-
আরসিবির প্রথম একাদশ
এক নজরে দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: ফাফ দু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমলোর, শাহবাজ আহমেদ, ভানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।
Sanju Samson has won the toss and has put us into bat first. ??
We go into the Qualifier with an unchanged team. ??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PlayOffs #RRvRCB pic.twitter.com/EJgWKI5dZO
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 27, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
-
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি সঞ্জু-ফাফ
আর কিছুক্ষণ পর শুরু হবে এ বারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
Welcome to the Narendra Modi Stadium, Ahmedabad. ?
The @IamSanjuSamson-led @rajasthanroyals take on the @RCBTweets, led by @faf1307 in the #TATAIPL 2022 Qualifier 2. ? ? #RRvRCB | @GCAMotera
Which team will win this contest & seal a place in the Final❓ pic.twitter.com/YnKgzuzd47
— IndianPremierLeague (@IPL) May 27, 2022
-
পিঙ্ক আর্মিতে আজ নজরে কারা
পিঙ্ক আর্মিতে আজ নজরে থাকবেন জস বাটলার, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন।
-
আরসিবিতে আজ নজরে কারা
আরসিবিতে আজ নজরে থাকবেন বিরাট কোহলি, ফাফ দু’প্লেসি, ভানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল।
Published On - May 27,2022 6:30 PM