Duleep Trophy 2024: মুকেশ-রাহুলের ৪, ঋতুদের রানের পাহাড় টপকাতে পারবেন রিঙ্কুরা?

Sep 13, 2024 | 3:16 PM

India B vs India C: অনন্তপুরে দলীপ ট্রফির ইন্ডিয়া-সি ও ইন্ডিয়া-বি টিমের ম্যাচটির লাইভ টেলিকাস্ট হচ্ছে না। আর ওই ম্যাচেই রানের পাহাড় গড়েছে ঋতুরাজ গায়োকোয়াড়ের টিম।

Duleep Trophy 2024: মুকেশ-রাহুলের ৪, ঋতুদের রানের পাহাড় টপকাতে পারবেন রিঙ্কুরা?
মুকেশ-রাহুলের ৪, ঋতুদের রানের পাহাড় টপকাতে পারবেন রিঙ্কুরা?

Follow Us

কলকাতা: দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ভারত-সি এবং বি টিমের ম্যাচ জমে উঠেছে। অনন্তপুরে ইন্ডিয়া-সি ও বি টিমের ম্যাচটির লাইভ টেলিকাস্ট হচ্ছে না। আর ওই ম্যাচেই রানের পাহাড় গড়েছে ঋতুরাজ গায়োকোয়াড়ের টিম। শেষ মুহূর্তে দলীপে ফিরে চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ। তাঁক ১১১ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি বাবা ইন্দ্রজিৎ করেন ৭৮ রান। এবং মানব সুতারের ৮২ রানের সুবাদে ভারত-সি প্রথম ইনিংসে তোলে ৫২৫ রান। ঋতুরাজদের রানের পাহাড় কি টপকাতে পারবেন রিঙ্কু সিংরা?

এ বারের দলীপে প্রথম রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-এ টিমকে হারায় ইন্ডিয়া-বি। ওই ম্যাচ ৭৬ রানে জিতেছিলেন অভিমন্যু ঈশ্বরণরা। এ বার দেখার রিঙ্কু সিং, মুশির খানরা দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঈশান কিষাণ, মানব সুতারদের প্রথম ইনিংসে করা রান টপকাতে পারেন কিনা। দলীপে প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩৫৭ রান তোলে ইন্ডিয়া-সি। সেখান থেকে দ্বিতীয় দিন স্কোরবোর্ডে আরও ১৬৮ রান তোলে ইন্ডিয়া-সি টিমের ক্রিকেটাররা।

এই খবরটিও পড়ুন

ইন্ডিয়া-বি টিমের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও রাহুল চাহার। বাংলার বোলার মুকেশ একের পর একটি বড় উইকেট তুলে নেন। তাঁর চার শিকার সেঞ্চুরিয়ন ঈশান কিষাণ, ইন্ডিয়া-সি দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় (৫৮), সাই সুদর্শন (৪৩) ও অভিষেক পোড়েল (১২)। মুকেশের পাশাপাশি ঋতুদের দলের বিরুদ্ধে যে চারটি উইকেট নিয়েছেন রাহুল চাহার, সেগুলি হল – বাবা ইন্দ্রজিৎ (৭৮), মানব সুতার (৮২), অংশুল কম্বোজ (৩৮) ও বিজয় কুমার বিষাখ (১২)। মুকেশ ও রাহুলের পাশাপাশি ১টি করে উইকেট নভদীপ সাইনি এবং নীতীশ কুমার রেড্ডির।

Next Article