নয়াদিল্লি : ২২ গজের বাইরে আজ কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৫০ নট আউট। বয়স বাড়ছে সংখ্যায়। কিন্তু এখনও আগের মতো প্রাণোচ্ছল তিনি। মাস্টার ব্লাস্টারের ৫০তম জন্মদিনে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা আসছে। এ বার অস্ট্রেলিয়া থেকে বিশেষ সম্মান পেয়েছেন সচিন। সিডনি ক্রিকেট গ্রাউন্ড (Sydney Cricket Ground) সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার (Brian Lara) নামে একটি গেট উন্মোচিত হল। সিডনিতে খেলতে আসা দলের ড্রেসিংরুমের পাশের স্ট্যান্ডের মাঝামাঝি দরজার নাম এখন থেকে ‘ব্রায়ান লারা-সচিন তেন্ডুলকার গেটস’ রাখা হল। এই সম্মান পেয়ে গর্বিত সচিন ও লারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ, ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন। পাশাপাশি সিডনিতে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার করা ২৭৭ রানের ইনিংসের ৩০ বছর পূর্ণ হয়েছে। সেটাই ছিল ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটে করা প্রথম শতরান। যে কারণে এই বিশেষ দিনকে সেলিব্রেট করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, সিডনিতে এর আগে ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের নামে গেট রয়েছে। সেই তালিকায় এ বার যুক্ত হলেন সচিন ও লারা।
Two legends of the game, now part of this ground forever ?
We have today unveiled the Lara-Tendulkar gates, where all visiting cricketers will take to the field when playing at the SCG. pic.twitter.com/cqYEZQ0Pp9
— Sydney Cricket Ground (@scg) April 24, 2023
অজি ক্রিকেট দল এসসিজিতে ডন ব্র্যাডম্যান গেট দিয়ে প্রবেশ করে। এ বার অস্ট্রেলিয়া সফরে যাওয়া দল লারা-তেন্ডুলকর গেট দিয়ে প্রবেশ করবে। এসসিজির পক্ষ থেকে এই সম্মান পাওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন সচিন। একটি বিবৃতিতে সচিন বলেছেন, ‘ভারতের বাইরে আমার সব থেকে প্রিয় ক্রিকেট গ্রাউন্ড সিডনি। ১৯৯১-৯২ সালে আমার প্রথম অস্ট্রেলিয়া সফর থেকেই এই মাঠের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।’
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে এই সম্মান পাওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ব্রায়ান লারাও। তিনি একটি বিবৃতিতে বলেছেন, ‘আমি ভীষণ সম্মানিত বোধ করছি। এই মাঠের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অস্ট্রেলিয়ায় থাকলে পরিবারকে নিয়ে আমি সিডনিতে যাই।’
প্রসঙ্গত, সিডনিতে চারটি টেস্টে খেলেছেন লারা। ৩৮৪ রান করেছেন তিনি। সর্বাধিক রান ২৭৭। অন্য দিকে পাঁচটি টেস্টে খেলে সিডনিতে ৭৮৫ রান করেছেন সচিন। এই গ্রাউন্ডে তাঁর গড় ১৫৭। সর্বাধিক রান অপরাজিত ২৪১।