Sachin Tendulkar: কোচ আচরেকরের জন্মদিনে স্মৃতিমেদুর সচিন, লিখলেন…
Sachin Tendulkar on Ramakant Achrekar Birthday: ক্যালেন্ডার বলছে আজ ৩ ডিসেম্বর। মিঠেকড়া শীতের আমেজ উপভোগ করছেন দেশবাসী। আজ, রবিবার। ছুটির দিন। এমন দিনে স্মৃতিমেদুর হলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। কারণ, আজ তাঁর গুরুর জন্মদিন। সচিনের কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কোচ রমাকান্ত আচরেকরের। তিনি না থাকলে, সচিনের মাস্টার ব্লাস্টার হয়ে ওঠা হত না।
Most Read Stories