কথায় বলে জহুরি জহর চেনে! সত্যিই তাই। সচিন তেন্ডুলকরের উত্থানের নেপথ্যেও ছিলেন এমনই এক জহুরি। সকলেই একবাক্যে তাঁকে চেনেন। তিনি সচিনের প্রিয় স্যার রমাকান্ত আচরেকর। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
আজ, ৩ ডিসেম্বর রমাকান্ত আচরেকরের জন্মদিন। তিনি ২০০৯ সালে ইহলোকের মায়া কাটিয়ে পরলোক গমন করেছেন। কিন্তু তাঁর প্রিয় ছাত্র সচিন আজও মনের মণিকোঠায় রেখেছেন স্যার আচরেকরকে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
স্যার আচরেকরের জন্মদিনে স্মৃতিমেদুর সচিন। সোশ্যাল মিডিয়া সাইট X এ, স্যার রমাকান্ত আচরেকরের সঙ্গে তাঁর ছেলেবেলার এক ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
ছোট্ট সচিনের হাতে ব্যাট। আচরেকর স্যার শিষ্যকে শেখাচ্ছেন টেকনিক। এই ছবির ক্যাপশনে সচিন লিখেছেন, 'যে মানুষটার কাছে আমি ক্রিকেটার হয়েছি! তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন তা আমার সঙ্গে সারাজীবন রয়েছে। আপনার জন্মবার্ষিকীতে আপনাকে আরও বেশি স্মরণ করি। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আচরেকর স্যার।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
শত ব্যস্ততার মাঝেও স্যার রমাকান্ত আচরেকরের জন্মদিনে এবং গুরু পূর্ণিমার দিন সচিন তেন্ডুলকর তাঁর গুরুকে স্মরণ করে নিজের মনের ভাব তুলে ধরেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
ছেলেবেলা থেকে বিরাট বাধ্য ছিলেন সচিন তেন্ডুলকর। গুরু রমাকান্ত আচরেকরের সব কথা শুনতেন সচিন। যে কারণে তিনি আচরেকরের প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
সচিন তেন্ডুলকরের পাশাপাশি বিনোদ কাম্বলিও স্যার রমাকান্ত আচরেকরের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন। রমাকান্ত পার্কার, বলবিন্দর সিং সান্ধু, লালচাঁদ রাজপুত, চন্দ্রকান্ত পন্ডিত, প্রবীন আমরে, পারশ মামরে, অজিত আগরকর, সমীর দীঘে, সঞ্জয় বাঙ্গার ও রমেশ পাওয়ারও আচরেকরের কাছেই ক্রিকেটের পাঠ নিয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
রমাকান্ত আচরেকর ১৯৯০ সালে দ্রোনাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০১০ সালে পদ্মশ্রীও পেয়েছিলেন তিনি। প্রয়াত কোচের ৯১তম জন্মদিনে তাঁরই স্মৃতিচারণ করেছেন সচিন তেন্ডুলকর। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)