India vs West Indies: ‘ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হার ভারতের আত্মবিশ্বাস নষ্ট করবে’, বলছেন প্রাক্তন পাক তারকা

Team India: টিম ইন্ডিয়াকে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের এই সিরিজে হার টিমের ক্রিকেটারদের আত্মবিশ্বাস নষ্ট করবে বলে মনে করছেন প্রাক্তন পাক তারকা ক্রিকেটার।

India vs West Indies: 'ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হার ভারতের আত্মবিশ্বাস নষ্ট করবে', বলছেন প্রাক্তন পাক তারকা
'ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হার ভারতের আত্মবিশ্বাস নষ্ট করবে', বলছেন প্রাক্তন পাক তারকাImage Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 4:31 PM

ফ্লোরিডা: আমেরিকা থেকে টি-২০ (T20) ট্রফি নিয়ে দেশে ফিরতে পারছে না হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মেন ইন ব্লু। টিম ইন্ডিয়াকে (Team India) ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের এই সিরিজে হার টিমের ক্রিকেটারদের আত্মবিশ্বাস নষ্ট করবে বলে মনে করছেন প্রাক্তন পাক তারকা ক্রিকেটার সলমন বাট (Salman Butt)। সামনে ভারতের আয়ার্ল্যান্ড সফর। সেখানে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু। কিন্তু এরপর রয়েছে এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ। সলমন বাট মনে করছেন, ভারতের সামনের টুর্নামেন্টগুলোর ফর্ম্যাট বদলে গেলেও ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যাবে। আর কী কী বলেন সলমন বাট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রোভম্যান পাওয়েলের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ২টি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল ভারত। এরপরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ জেতেন হার্দিক পান্ডিয়ারা। যার ফলে সিরিজের ভাগ্য নির্ধারিত হয় পঞ্চম টি-টোয়েন্টিতে। আর সেখানে ৮ উইকেটে জিতে টি-২০ ট্রফি হাতে তুলে নেন নিকোলাস পুরানরা। সিরিজ হেরে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, অনেক ক্ষেত্রে হার ভালো। সেখান থেকে শিক্ষা নেওয়া যায়। যদিও প্রাক্তন পাক ক্রিকেটার সলমন বাট কিন্তু বলছেন অন্য কথা।

পাক তারকা সলমন নিজের ইউটিউব শো-তে বলেন, ‘প্রতিপক্ষ কারা কিংবা কোন ফর্ম্যাটের ম্যাচ সেটা বড় কথা নয়। যারা জেতে, তারা পরের চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাস পায়। তেমনই এই হার ভারতের আত্মবিশ্বাস নষ্ট করবে। সাক্ষাৎকারের সময় সেটা দেখা না গেলেও, ওদের শরীরী ভাষায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেটা দেখা যাবে।’

সলমন জানান, ভারতের তরুণ ক্রিকেটাররা এই টি-২০ সিরিজে নিজেদের পারফরম্যান্স সেই অর্থে তুলে ধরতে পারেনি। তিনি বলেন, ‘অনেকেই বলবেন যে এটা একটা টি-টোয়েন্টি সিরিজ ছিল, এবং ভারতের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অনুপস্থিত ছিল। কিন্তু ভারতীয় টিমে এমনটা হয়। এটা প্রথম বার নয় যে ভারত তরুণ দল কোনও সফরে পাঠাল। ওয়েস্ট ইন্ডিজ টিমটাও বেশ বড়। তাই ভারতের পক্ষে ওদের হারানো খুব কঠিন ছিল।’