Sanju Samson: ছাড়ার অনুরোধ রাজস্থান রয়্যালসকে, ধোনির টিমে সঞ্জু স্যামসন!
IPL 2026, Rajasthan Royals: রাজস্থান রয়্যালসকে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন অনুরোধ করেছেন তাঁকে রিলিজ করার জন্য। আগামী সংস্করণে মিনি অকশন নাকি ট্রেডিংয়ে অন্য দলে যাবেন, তা খুব তাড়াতাড়িই হয়তো খোলসা হয়ে যাবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমের আগে অনেকটা সময় রয়েছে। কয়েক সপ্তাহ আগেই শোনা গিয়েছিল, রাজস্থান রয়্যালসের বেশ কয়েকজন ক্রিকেটারকে ট্রেডিংয়ে নিতে চাইছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে রয়েছেন খোদ ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও। রাজস্থান ক্যাপ্টেন নিজেও আগ্রহী টিম ছাড়তে! জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালসকে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন অনুরোধ করেছেন তাঁকে রিলিজ করার জন্য। আগামী সংস্করণে মিনি অকশন নাকি ট্রেডিংয়ে অন্য দলে যাবেন, তা খুব তাড়াতাড়িই হয়তো খোলসা হয়ে যাবে।
আইপিএলের গত সংস্করণে রাজস্থান রয়্যালস ক্যাপ্টেনের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যে কিছু একটা সমস্যা হয়েছে, তা বোঝা গিয়েছিল। টিমের অনেক সিদ্ধান্তেই মত ছিল না ক্যাপ্টেনের। তাঁকে সেই অর্থে গুরুত্বও দেওয়া হয়নি। মরসুমের প্রথম তিন ম্যাচে ফুল ফিট না থাকায় স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলেছিলেন। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। পরের দিকে হাতে গোনা ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু।
সূত্রের খবর, আইপিএল শেষেই টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন ক্যাপ্টেন। যদিও পরিষ্কার কোনও জবাব মেলেনি। মনে করা হচ্ছে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজস্থান ছাড়লে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল সঞ্জু স্যামসনের। এখনও অবধি পরিস্থিতি সেদিকেই ঝুঁকে। গত মরসুমে ছয় প্লেয়ারকে রিটেন করেছিল রয়্যালস। তার মধ্যে অন্যতম সঞ্জু স্যামসন।
