Sanath Jayasuriya: ২৭ বছরের ভালোবাসা প্রকাশ্যে! সোনালি মুহূর্তের স্মৃতিচারণায় সনৎ জয়সূর্য

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 03, 2023 | 3:15 PM

১৯৯৬ সালের বিশ্বকাপে সিরিজ সেরার পুরস্কার হিসেবে যা পেয়েছিলেন সনৎ জয়সূর্য, তা আগলে রেখেছেন তিনি।

Sanath Jayasuriya: ২৭ বছরের ভালোবাসা প্রকাশ্যে! সোনালি মুহূর্তের স্মৃতিচারণায় সনৎ জয়সূর্য
২৭ বছরের ভালোবাসা প্রকাশ্যে! সোনালি মুহূর্তের স্মৃতিচারণায় সনৎ জয়সূর্য
Image Credit source: Sanath Jayasuriya Instagram

Follow Us

নয়াদিল্লি: স্মৃতির পাতা উল্টে মাঝে মধ্যেই অনেকেই অনেক কিছু খুঁজে পান। পুরনো কোনও বিশেষ মুহূর্তের স্মৃতিচারণা করলেও অনেক সময় মনটা খুশি হয়ে ওঠে। আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে পুরনো জিনিস খুঁজে পেলে ফিরে যান অতীতে, ক্রিকেটাররাও ঠিক তেমনই পুরনো কোনও ম্যাচের কথা উঠলে পৌঁছে যান অতীতে ২২ গজে কাটানো সেই মুহূর্তে। ঠিক যেমনটা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়সূর্যর (Sanath Jayasuriya) সঙ্গে। ১৯৯৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। ২৭ বছর আগে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ (World Cup) ট্রফি হাতে তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। ফাইনাল ম্যাচে দাগ কাটতে না পারলেও, সে বারের বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছিলেন সনৎ জয়সূর্য। সিরিজ সেরার পুরস্কার হিসেবে যা পেয়েছিলেন তা আগলে রেখেছেন তিনি। সেই সোনালি স্মৃতিই ২৭ বছর পর প্রকাশ্যে তুলে ধরেছেন লঙ্কান কিংবদন্তি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

১৯৯৬ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার তারকা সনৎ জয়সূর্য মোট ২২১ রান করেছিলেন। একইসঙ্গে পুরো টুর্নামেন্ট জুড়ে ৭টি উইকেটও নিয়েছিলেন। অজিদের বিরুদ্ধে লাহোরের মাঠে বিশ্বকাপের ফাইনালে মাত্র ৯ রান করে রান আউট হয়েছিলেন। কিন্তু পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করায় তাঁর ঝুলিতেই গিয়েছিল সিরিজ সেরার পুরস্কার। আর ১৯৯৬ সালের বিশ্বকাপে সিরিজ সেরার পুরস্কার হিসেবে জয়সূর্য পেয়েছিলেন একটি লাল রংয়ের অডি গাড়ি।

সোশ্যাল মিডিয়ায় সেই অডি গাড়িটির ছবি শেয়ার করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি।

Next Article