রাহানে আর পূজারাকে নিয়ে ভিন্ন মত সঞ্জয় মঞ্জরেকরের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2022 | 3:11 PM

রাহানের বিকল্প এখনই খুঁজে নেওয়া দরকার ভারতীয় টিমের, মত প্রাক্তন ক্রিকেটারের।

রাহানে আর পূজারাকে নিয়ে ভিন্ন মত সঞ্জয় মঞ্জরেকরের
চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে (ছবি-আইসিসি টুইটার)

Follow Us

মুম্বই: অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) বিকল্প ভাবার সময় এসে গিয়েছে। এমনই বলছেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। গত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে রান নেই রাহানের ব্যাটে। সহ অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকা সফরেও সেই অর্থে রান মেলেনি। যা তীব্র চাপ বাড়াচ্ছে। আর এক ব্যাটার চেতেশ্বর পূজারাও (Cheteshwar Pujara) ছন্দে নেই। তবে প্রাক্তন জাতীয় ক্রিকেটার পূজারাকে নিয়ে ভিন্ন মত পোষণ করছেন মঞ্জরেকর। তাঁর যুক্তি হল, পূজারাকে আরও কিছুটা সময় দিতে হবে।

মঞ্জরেকর বলছেন, ‘যদি বলি দক্ষিণ আফ্রিকা সফরে রাহানে ওর শেষ টেস্ট খেলে ফেলেছে, তা হলে খুব একটা ভুল হবে না। আমি নিশ্চিত, ক্রিকেটমহলের অনেকেই একই মতামত পোষণ করছে। শুধু খারাপ ফর্ম দিয়ে একজন ব্যাটারকে বিচার করা হয় না। সেই দেখা দরকার, মাঠে ও কি ভাবে নিজেকে মেলে ধরছে। ২০১৭ সাল থেকেই রাহানে ধীরে ধীরে নিজের জায়গা হারাতে শুরু করেছে।’

একই সঙ্গে রাহানেকে নিয়ে মঞ্জরেকরের যুক্তি, ‘ও যে ভাবে ব্যাট করছে, যে ভাবে আউট হচ্ছে, তার মধ্যে দিয়েই অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি, বিরাটও অনেক দিন সেঞ্চুরি পায়নি। কিন্তু ৬০-৭০ করে যাচ্ছে। ফর্ম ফিরে পাওয়ার আগে ওর এই ইনিংসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণেই মনে হচ্ছে রাহানের সময় শেষ হয়েছে।’

রাহানের বিকল্প এখনই খুঁজে নেওয়া দরকার ভারতীয় টিমের, মত প্রাক্তন ক্রিকেটারের। বলছেন, ‘একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সিনিয়র প্লেয়ারদের বাড়তি গুরুত্ব দিতে গিয়ে কিন্তু অনেক সময় তরুণদের বঞ্চিত করা হয়। জাভাগল শ্রীনাথের মতো তরুণকেও কিন্তু দিনের পর দিন মাঠের বাইরে বসে থাকতে হয়েছে এক সিনিয়রের জন্য। নির্বাচকদের মাথায় রাখতে, ভারতীয় টিমের জন্য সবাইকেই গুরুত্ব দিতে হবে। আর সেই কারণেই মনে হয়, রাহানের পরিবর্তে অন্য কাউকে বেছে নেওয়া উচিত।’

৩৪ বছরের পূজারার জন্য আবার অন্য যুক্তি কাজ করছে মঞ্জরেকরের। পূজারাও সাম্প্রতিক কালে বড় রান পাননি। মন্থর ব্যাটিংয়ের জন্য কম সমালোচনা হয়নি তাঁর। তাও মঞ্জরেকর বলছেন, ‘ও একশো টেস্ট খেলার মুখে দাঁড়িয়ে আছে। তবে এই কারণে নয়, পূজারার ব্যাটিং, ওর ফর্মে ফেরার তাগিদের জন্যই আমার মনে হয়, ওকে আরও একটু সময় দেওয়া উচিত।’

আরও পড়ুন: Rishabh Pant and Neeraj Chopra: ফুরফুরে মেজাজে ফটোশুটে পন্থ-নীরজ, দেখুন ছবি

Next Article