Rishabh Pant and Neeraj Chopra: ফুরফুরে মেজাজে ফটোশুটে পন্থ-নীরজ, দেখুন ছবি

প্রথম দেখায় প্রেম হওয়ার ঘটনা অবাক করার মতো নয়। কিন্তু প্রথম সাক্ষাৎেই এক্কেবারে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলে, একটু চমক তো লাগবেই। যেমনটা হল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) ও টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়ার (Neeraj Chopra) মধ্যে। সম্প্রতি এক ফটোশুটের জন্য প্রথম বার দেখা হয় দুই তারকার। আর সেখানে মিনিটেই তাঁরা একে অপরের সঙ্গে দারুণ ভাবে মিশে যান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন সোনার ছেলে নীরজ। এক নজরে দেখে নিন ঋষভ-নীরজের কিছু ছবি...

| Edited By: | Updated on: Jan 31, 2022 | 10:31 AM
দুই তরুণ ক্রীড়াবিদের মধ্যে খেলাধূলা ছাড়াও জীবন নিয়েও কথাবার্তা হয়। আর তাতে দু'জনের মতের বেশ মিলও পাওয়া যায়। (ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

দুই তরুণ ক্রীড়াবিদের মধ্যে খেলাধূলা ছাড়াও জীবন নিয়েও কথাবার্তা হয়। আর তাতে দু'জনের মতের বেশ মিলও পাওয়া যায়। (ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

1 / 4
 টুইটারে নীরজ তাঁর ও পন্থের ছবি পোস্ট করে লেখেন, "যখন আপনার সঙ্গে একজন বন্ধু থাকে, এবং ক্যামেরার মুখোমুখি হতে হলে সেটা সহজ হয়ে যায়! ঋষভ ভাইয়ের সঙ্গে খুব মজার সময় কাটালাম।"(ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

টুইটারে নীরজ তাঁর ও পন্থের ছবি পোস্ট করে লেখেন, "যখন আপনার সঙ্গে একজন বন্ধু থাকে, এবং ক্যামেরার মুখোমুখি হতে হলে সেটা সহজ হয়ে যায়! ঋষভ ভাইয়ের সঙ্গে খুব মজার সময় কাটালাম।"(ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

2 / 4
নীরজের টুইটের উত্তরে পন্থ লেখেন, "তুমি ইতিমধ্যেই একজন পেশাদার নীরজ! প্রশিক্ষণের জন্য শুভকামনা, আশা করি শীঘ্রই আবার তোমার সঙ্গে দেখা হবে।"(ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

নীরজের টুইটের উত্তরে পন্থ লেখেন, "তুমি ইতিমধ্যেই একজন পেশাদার নীরজ! প্রশিক্ষণের জন্য শুভকামনা, আশা করি শীঘ্রই আবার তোমার সঙ্গে দেখা হবে।"(ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

3 / 4
এই ফটোশুটে ঋষভ আর নীরজের বন্ডিং দেখে কে বলবে, দুই তারকার এটাই প্রথম সাক্ষাৎ। (ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

এই ফটোশুটে ঋষভ আর নীরজের বন্ডিং দেখে কে বলবে, দুই তারকার এটাই প্রথম সাক্ষাৎ। (ছবি-নীরজ চোপড়া ইন্সটাগ্রাম)

4 / 4
Follow Us: