Prithvi Shaw: আইপিএলের মাঝে বড় সমস্যায়, পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 06, 2023 | 11:19 AM

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলছেন পৃথ্বী শ। তারই মাঝে মুম্বইয়ে ক্রিকেটারের বিরুদ্ধে কেস দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী স্বপ্না গিল শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছেন।

Prithvi Shaw: আইপিএলের মাঝে বড় সমস্যায়, পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পান না। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য পৃথ্বী শয়ের ব্যাটে রান নেই। বীরেন্দ্র সেওয়াগের মতো ক্রিকেটার শুভমন গিলকে দেখে শেখার পরামর্শ দিচ্ছেন। কেরিয়ার নিয়ে যুঝতে থাকা পৃথ্বী শ বড়সড় ঝামেলায় জড়িয়ে গেলেন। ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে মুম্বইয়ে মামলা দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী স্বপ্ন গিল তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গিল ও পৃথ্বীর মধ্যে মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় মাঝরাতে ব্যপক ঝামেলা হয়েছিল। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পৃথ্বী ও তাঁর বন্ধুদের উপর চড়াও হওয়া এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছিলেন ক্রিকেটার। পাল্টা ক্রিকেটারের উপর বড়সড় অভিযোগ আনলেন স্বপ্না।

পৃথ্বীর বিরুদ্ধে ৩ ধারায় এফআইআর

পৃথ্বী শয়ের বিরুদ্ধে আন্ধেরি ম্যাজিস্ট্রেট ৬৬ কোর্টে এফআইআর করা হয়েছে। ক্রিকেটারের বিরুদ্ধে ৩ ধারায় অভিযোগ করেছেন স্বপ্না। আইপিসির ৩৫৪, ৫০৯, ৩২৪ ধারায় কেস দায়ের হয়েছে। পৃথ্বী শ-এর বন্ধু সুরেন্দ্র যাদবের বিরুদ্ধেও কেস দায়ের করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে স্বপ্নাকে ব্যাট দিয়ে মারধর করার অভিযোগও দায়ের করা হয়েছে। সরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট প্রমাণ হিসেবে জমা দিয়েছেন স্বপ্না। মামলার শুনানি ১৭ এপ্রিল।

স্বপ্নার গিলের বিরুদ্ধে পৃথ্বী আগেই অভিযোগ জানিয়েছিলেন। জবরদস্তি সেলফি তোলার চেষ্টা, ক্রিকেটার ও তাঁর বন্ধুর উপর হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে। ক্রিকেটারের অভিযোগের উপর ভিত্তি করে গ্রেফতার হয়েছিলেন স্বপ্না গিল। পরে গিল ছাড়া পেলেও পাল্টা অভিযোগে বিষয়টা গুরুতর আকার ধারণ করেছে। আইপিএলে ব্যস্ত পৃথ্বীর জন্য সমস্যা সৃষ্টি করতে পারে এই অভিযোগ।

Next Article