Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Musheer Khan: দাদা সরফরাজ যা পারেননি ভাই করে দেখাচ্ছেন, যুব বিশ্বকাপ কাঁপাচ্ছেন মুশির খান!

এই মুশির আপাতত যুব বিশ্বকাপের সেনসেশন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে প্রতিবারই নতুন নতুন ভারতীয় তারকার জন্ম হয়। শিখর ধাওয়ান থেকে বিরাট কোহলি--- সবাই উঠে এসেছেন এই যুব বিশ্বকাপ থেকেই। মুশির যে অসম্ভব প্রতিভাবান ক্রিকেটার, তা দেখিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচে। মুশিরকে দেখে অনেকেই উচ্ছ্বসিত। বলছেনও যে, এই ছেলে অনেক দূর যাবে।

Musheer Khan: দাদা সরফরাজ যা পারেননি ভাই করে দেখাচ্ছেন, যুব বিশ্বকাপ কাঁপাচ্ছেন মুশির খান!
দাদা সরফরাজ যা পারেননি ভাই করে দেখাচ্ছেন, যুব বিশ্বকাপ কাঁপাচ্ছেন মুশির খান!Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 1:40 PM

কলকাতা: যুব বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছেন ১৮ বছরের মুম্বইয়ের ছেলে। দাদা সরফরাজ খান সদ্য ভারতের টেস্ট টিমে সুযোগ পেয়েছেন। আর ভাই মুশির (Musheer Khan) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একের পর এক সেঞ্চুরি করে চলেছেন। গ্রুপ লিগে করেছিলেন একটা। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার সিক্সের ম্য়াচে দাপুটে সেঞ্চুরি করেছেন মুশির। কিউয়ি বোলার ম্যাসন ক্লার্ককে মারা হেলিকপ্টার শট রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মহেন্দ্র সিং ধোনির কথা মনে করিয়ে দিচ্ছেন। ১৮ বছরের তরুণ যদি এমন পারফর্ম করতে থাকেন, তা হলে আইপিএলে খুব শিগগিরই ডাক পাবেন। এতেই শেষ নয়, আইপিএলে ভালো কিছু করতে পারলে জাতীয় টিমেও ঢুকেও যাবেন।

এই মুশির আপাতত যুব বিশ্বকাপের সেনসেশন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে প্রতিবারই নতুন নতুন ভারতীয় তারকার জন্ম হয়। শিখর ধাওয়ান থেকে বিরাট কোহলি— সবাই উঠে এসেছেন এই যুব বিশ্বকাপ থেকেই। মুশির যে অসম্ভব প্রতিভাবান ক্রিকেটার, তা দেখিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচে। মুশিরকে দেখে অনেকেই উচ্ছ্বসিত। বলছেনও যে, এই ছেলে অনেক দূর যাবে। ভারতীয় ক্রিকেটে অনেক দিন পর আবার দাদা-ভাইকে নিয়ে একের পর এক খবর জায়গা করে নিচ্ছেন খেলার পাতায়।

আপাতত মুশিরের লক্ষ্য শিখর ধাওয়ান। যুব বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনিই। মোট তিনটে সেঞ্চুরি রয়েছে তাঁর নামে। ২০০৪ সালের বিশ্বকাপে বাঁ হাতি ওপেনার একের পর এক সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন। ৩টি সেঞ্চুরি করে শিখরের সঙ্গে তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশের আরিফুল ইসলাম ও ইংল্যান্ডের জ্যাক বার্নহ্যাম। মুশির আপাতত দুটো সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপে টিমকে যদি চ্যাম্পিয়ন করতে পারেন ষষ্ঠবার খেতাব জিতবে ভারত। সেই সঙ্গে সুযোগ থাকবে শিখরকে ছুঁয়ে ফেলার। শুধু তাই নয়, ছাপিয়েও যেতে পারেন। সরফরাজের ভাই মুশির কিন্তু এত কিছু ভাবছেন না। যে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে টিম ম্যানেজমেন্টের তরফে, তাই পালন করছেন।