T20 World Cup 2021: ভারত-পাক ম্যাচের আগেই বিরাটকে হুঙ্কার স্কটিশ স্পিনারের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 24, 2021 | 9:36 AM

বিরাট কোহলির জন্মদিনেই বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-স্কটল্যান্ড (India vs Scotland)। কোয়ালিফায়ারে দুরন্ত খেলেই সুপার টুয়েলভের জায়গা করে নিয়েছে স্কটিশরা। কোয়ালিফায়ারে ৩ উইকেট নিয়েছেন ওয়াট। ইকোনমি রেট ৫.৪১। সুপার টুয়েলভে উঠেই ওয়াটের হুঙ্কার, 'বিরাটের জন্য আমি অনেক প্ল্যানিং করে রেখেছি। এই মুহূর্তে আমি ওকে চমকে দিতে তৈরি। আমার বিরুদ্ধে খেলার জন্যও ওকে ভাবতে হবে।'

T20 World Cup 2021: ভারত-পাক ম্যাচের আগেই বিরাটকে হুঙ্কার স্কটিশ স্পিনারের
বিরাট ও ওয়াট। ছবি: টুইটার

Follow Us

দুবাই: বিরাট কোহলির (Virat Kohli) ফোকাসে এখন পাকিস্তান। কারণ আজ রাতেই মেগা ম্যাচে নামবেন ভারত অধিনায়ক। পাক বোলারদের নিয়েই এখন প্ল্যানিং করছেন বিরাট। এ সবের মাঝেই এক স্কটিশ বোলার হুঙ্কার ছাড়লেন বিরাটের উদ্দেশ্যে। ভারত-স্কটল্যান্ড ম্যাচ এখন অনেক দেরি। তার আগেই হুঙ্কার স্কটিশ স্পিনার মার্ক ওয়াট (Mark Watt)।

বিরাট কোহলির জন্মদিনেই বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-স্কটল্যান্ড (India vs Scotland)। কোয়ালিফায়ারে দুরন্ত খেলেই সুপার টুয়েলভের জায়গা করে নিয়েছে স্কটিশরা। কোয়ালিফায়ারে ৩ উইকেট নিয়েছেন ওয়াট। ইকোনমি রেট ৫.৪১। সুপার টুয়েলভে উঠেই ওয়াটের হুঙ্কার, ‘বিরাটের জন্য আমি অনেক প্ল্যানিং করে রেখেছি। এই মুহূর্তে আমি ওকে চমকে দিতে তৈরি। আমার বিরুদ্ধে খেলার জন্যও ওকে ভাবতে হবে।’

এর সঙ্গে যোগ করে ওয়াট বলেন, ‘তারকাদের বিরুদ্ধে খেলার এটাই মজা। ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে চ্যালেঞ্জ ছোড়া যায়। এই মুহূর্তে ও বিশ্বের এক নম্বর ব্যাটার। প্রত্যেকেই চাইবে বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে নিজের সেরাটা মেলে ধরতে। আর সেই জন্যই বিশ্বকাপের সেরা দলের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। বিশ্বের সমস্ত তাবড় ক্রিকেটারদেরই চ্যালেঞ্জ ছোড়া যায় এই অবস্থায়।’

২৫ বছরের স্কটিশ স্পিনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মিনোজ থেকে বড় হওয়ার স্বপ্ন দেখছে স্কটল্যান্ড। সুপার টুয়েলভে ভারত ছাড়াও পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়ার বিরুদ্ধে খেলবে স্কটিশরা।

আরও পড়ুন: T20 World Cup 2021 Sri Lanka vs Bangladesh Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচ

আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে ‘আরও তেরো’র গল্প সাজাচ্ছে বিরাটের ভারত

আরও পড়ুন: T20 World Cup 2021 India vs Pakistan Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ

Next Article