কলকাতা: রঞ্জি ট্রফি (Ranji Trophy) শুরুর আগে বিশাল ধাক্কা বাংলা শিবিরে। করোনায় বিধ্বস্ত বঙ্গব্রিগেড। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী, অনুষ্টুপ মজুমদারসহ করোনা সংক্রমিত বাংলার একাধিক ক্রিকেটার।
রবিবার বাংলা দলের সদস্যদের কোভিড রিপোর্ট আসে। সৌরাশিস, অনুষ্টুপ (Anustup Majumdar), সুদীপ (Sudip Chatterjee) ছাড়াও কোভিড পজিটিভ প্রদীপ্ত প্রামাণিক (Pradipta Pramanik), গীত পুরী (Geet Puri), কাজী জুনেইদ সইফি (Kazi Junaid Saifi), সুজিত যাদব। ১৩ তারিখ বাংলার প্রথম ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে। ৮ তারিখ বেঙ্গালোর উড়ে যাবে দল। তার আগেই এই খবর।
উল্লেখ্য গত কয়েকদিন ধরেই অনুশীলন করছে বাংলা দল। সুদীপ-অনুষ্টুপরা বাকিদের সংস্পর্শেও এসেছেন। আজও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলা দল। তবে স্বস্তির খবর, কারও মধ্যে কোভিডের কোনও উপসর্গ নেই।