India vs South Africa: রামধনু দেশে ঐতিহাসিক সিরিজ জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 03, 2022 | 10:00 AM

জো’বার্গে বছরের প্রথম টেস্ট জিতলেই ইতিহাস তৈরি করতে পারবে টিম ইন্ডিয়া। তাই ২৯ বছরের ইতিহাসে প্রথম বার দক্ষিণ আফ্রিকাকে (South Africa) তাঁদের ঘরের মাঠে হারিয়ে, দেশে ট্রফি আনতে মরিয়া কোহলিব্রিগেড।

India vs South Africa: রামধনু দেশে ঐতিহাসিক সিরিজ জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার
India vs South Africa: রামধনু দেশে ঐতিহাসিক সিরিজ জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার (ছবি-টুইটার)

Follow Us

জোহানেসবার্গ: একুশের শেষটা যেমন জয় দিয়েই করেছেন বিরাট কোহলিরা (Virat Kohli), বাইশের শুরুটাও তেমন জয় দিয়েই করতে চাইছেন তাঁরা। যে সেঞ্চুরিয়নে এর আগে পর্যন্ত একটা টেস্টেও জিততে পারেনি ভারত (India), সেখানেই জিতে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে (Team India)। জোহানেসবার্গ ভারতের জন্য বরাবরই পয়া মাঠ। সেখানে ভারতের রেকর্ড কিন্তু বেশ ভালো। এখনও পর্যন্ত ওয়ান্ডারার্সে ৫টি টেস্ট খেলেছে দুই দল। যার মধ্যে ২টি ম্যাচে জিতেছে ভারত এবং ৩টি ম্যাচ ড্র হয়েছিল। জো’বার্গে বছরের প্রথম টেস্ট জিতলেই ইতিহাস তৈরি করতে পারবে টিম ইন্ডিয়া। তাই ২৯ বছরের ইতিহাসে প্রথম বার দক্ষিণ আফ্রিকাকে (South Africa) তাঁদের ঘরের মাঠে হারিয়ে, দেশে ট্রফি আনতে মরিয়া কোহলিব্রিগেড।

সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে একটা পুরো দিনের খেলা হয়নি। তাতেও যেভাবে দাপট দেখিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছেন সামি-বুমরারা, তা পরের ম্যাচে আরও ভালো পারফর্ম করার জন্য তাতাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। প্রোটিয়াদের কাছে যতই কাগিসো রাবাডা, লুনগি এনগিডি থাকুক না কেন, বিদেশের মাটিতে সামি-বুমরা-সিরাজরাও ছেড়ে কথা বলছেন না। তবে প্রোটিয়াদের গড়ে বড় ব্যবধানে টিম ইন্ডিয়া জিতলেও, মিডল অর্ডার ব্যর্থ হয়েছিল। কিন্তু কোচ রাহুল দ্রাবিড় আশাবাদী, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে ভারতের মিডল অর্ডার।

সেঞ্চুরিয়নে সেঞ্চুরি পাননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। নেট সেশনে নিজেকে উজাড় করে দিলেও, ম্যাচ চলাকালীন ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না ভিকে। তারই মধ্যে রানের খরা কাটিয়ে পয়া মাঠে সেঞ্চুরি পেতে মরিয়া বিরাট। পূজারা-রাহানেতে প্রথম টেস্টে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার দুই সিনিয়র ক্রিকেটার খুব আহামরি পারফর্ম করতে না পারলেও, দ্বিতীয় টেস্টে উইনিং কম্বিনেশন বদলানোর খুব সম্ভাবনা নেই বললেই চলে। রাবাডা-এনগিডি-জ্যানসেনরা নিজেদের দেশের মাঠে ভারতকে হারিয়ে এত বছরের রেকর্ড ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাবে। কিন্তু সেই চেষ্টাতে জল ঢালার পরিকল্পনা কষেই জো’বার্গে নামতে চলেছে কোহলিব্রিগেড।

আরও পড়ুন: India vs South Africa: বিতর্কের মাঝেও নেতা বিরাটের স্তুতি দ্রাবিড়ের মুখে

Next Article
Bengal Cricket: রঞ্জির আগে বিশাল ধাক্কা, করোনায় জর্জরিত বঙ্গব্রিগেড
IND vs SA 2nd Test Day 1 Highlights: প্রথম দিনের খেলা শেষ, টিম ইন্ডিয়ার থেকে ১৬৭ রানে পিছিয়ে প্রোটিয়ারা