কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। যদিও প্লেয়ারদের সঙ্গে তিনি মেশেন একেবারেই অন্য ভাবে। প্রত্যেকের সঙ্গে এত সুন্দর ভাবে মিশে যান, তিনিও যে দলের আর একজন, সেটাই বারবার বোঝান শাহরুখ খান। খারাপ সময়ে টিমের পাশে থাকেন, প্লেয়ারদের ভরসা দেন। কোনও প্লেয়ারের ফর্ম খারাপ থাকলে তাঁকে উৎসাহ দেন ঘুরে দাঁড়ানোর। ম্যাচ শেষে আড্ডায় মেতে ওঠেন। কখনও আবার প্লেয়ারদের সঙ্গে নাচেও মেতে ওঠেন। শাহরুখ খান পুরোপুরি টিমম্যান। কিং খান এ বার টিমের এক প্লেয়ারের হেয়ার স্টাইলে মুগ্ধ।
ঘরের মাঠে গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। দিনের ম্যাচে সহজেই হারিয়েছে লখনউকে। এর আগে তিন বারের সাক্ষাতে লখনউয়ের কাছে তিন বারই হেরেছিল কেকেআর। প্রথম বার লখনউকে হারিয়েছেন শ্রেয়সরা। গ্যালারিতে উপস্থিত ছিলেন কিং খানও। পুরো ম্যাচেই টিমকে উৎসাহ দিয়ে গেলেন। ম্যাচ শেষে মাঠেই আড্ডায় মাতলেন প্লেয়ারদের সঙ্গে।
লখনউ ম্যাচের পর কেকেআর প্লেয়ারদের সঙ্গে শাহরুখের কিছু মুহূর্ত প্রকাশ করেছে কেকেআর। সেখানে সূয়াশ শর্মাকে দেখেই শাহরুখ খান তাঁর হেয়ারস্টাইলের প্রশংসা করেন। শুধু তাই নয়, ম্যানেজার পূজাকে ডেকে বলেন, সূয়াশের মতো হেয়ারস্টাইল চাই তাঁরও। এরপর যেন শাহরুখকে এই বিষয়টা মনে করিয়ে দেন পূজা। কিং খানের কথা শুনে সূয়াশের অবশ্য কথাই বন্ধ। শুধু মুগ্ধতার হাসি মুখে দাঁড়িয়ে থাকেন।
“Pooja mujhe yeh wala haircut chahiye”👌 pic.twitter.com/aIH2B9pUM8
— KolkataKnightRiders (@KKRiders) April 16, 2024
আজও ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এ মরসুমে মাত্র একটি ম্যাচই হেরেছে কেকেআর। গত ম্যাচে ঘুরে দাঁড়ানোয় রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে প্রবল আত্মবিশ্বাসী কেকেআর শিবির। মিচেল স্টার্ক ফর্মে ফেরায় আরও বেশি স্বস্তি নাইট শিবিরে।