কলকাতা: বাংলার গর্ব শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। চলতি আইপিএলে (IPL) শাহবাজ আহমেদ খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জার্সিতে। দ্বিতীয় কোয়াফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল তাঁর ওপর। সেই ভরসার মান রাখেন শাহবাজ। ম্যাচের সেরার পুরস্কারও পান। তারপর থেকে ক্রিকেট মহলে অনেকে তাঁকে ‘জাবাজ’ বলেও ডাকছেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে নেমে ১৮ রান করেন শাহবাজ। সেখানেই থেমে থাকেননি। ৪ ওভারে নেন ৩ উইকেট। স্বাভাবিক ভাবেই হায়দরাবাদের জয়ের নায়ককে নিয়ে সেলিব্রেশন তো হবেই। ফাইনালে ওঠার পর টিম হোটেলে হায়দরাবাদের ক্রিকেটাররা ফিরতেই শুরু হয় সেলিব্রেশন। ম্যাচ শেষে শাহবাজ জানিয়েছিলেন, ফাইনাল জিতে সেলিব্রেশব করতে চান। তাঁকে কথা রাখতে দেননি সতীর্থ। জোর করে…
সানরাইজার্স হায়দরাবাদের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে একটি ভিডিয়ো দেখা যাবে। যেখানে দেখা গিয়েছে, টিম হোটেলে ফিরে একসঙ্গে কেক কাটছেন শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মা। এরপর অভিষেক এক টুকরো কেক খাইয়ে দেন শাহবাজকে। তারপর হঠাৎ করেই উমরান মালিক এগিয়ে এসে কেকের বেশ কিছুটা অংশ কেটে শাহবাজকে মাখাতে যান। প্রথমে শাহবাজ তাঁকে কেক মাখাতে নিষেধ করেন। কিন্তু উমরান শোনার পাত্র নন। সঙ্গে সঙ্গে শাহবাজের পুরো মুখে কেক মাখিয়ে দেন। ভিডিয়োতে দেখা যায়, শাহবাজ আসলে উমরানকে বোঝানোর চেষ্টা করছিলেন ফাইনালের পর সেলিব্রেশন করবেন। কিন্তু উমরান শোনেননি। সেই সময় অরেঞ্জ আর্মির অন্যান্য ক্রিকেটার ও সদস্যরা হাসতে থাকেন। একটু পর উমরানকে জড়িয়ে ধরেন শাহবাজ।
ভিডিয়োটির শেষে দেখা যায়, সানরাইজারাস হায়দরাবাদের অ্যাডমিন শাহবাজ আহমেদকে প্রশ্ন করেন, ‘কেমন লাগছে শাহবাজ?’ উত্তরে শাহবাজ বলেন, ‘কী বলব আর কেমন লাগছে? ফাইনালে উঠেছি ভালোই লাগছে। এ বার ফাইনাল জিততে চাই।’
চলতি আইপিএলে শাহবাজ সেই অর্থে খেলার সুযোগ পাননি। যে ক’টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন তাতে করেছেন ২০৭ রান। আর উইকেট নিয়েছেন ৬টি। এ বার দেখার ফাইনালে অরেঞ্জ জার্সিতে নাইটদের বিরুদ্ধে তিনি কামাল দেখাতে পারেন কিনা।