কলকাতা: রবিবার ১৭তম আইপিএলের (IPL) ফাইনালে নামবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ট্রফি জয়ের শেষ লড়াইয়ে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে হঠাৎ কয়েক ঘণ্টার ছুটি নিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। ফাইনালের আবহে চেন্নাই থেকে দিল্লি গেলেন কেকেআরের (KKR) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু কেন? আসলে সপ্তাহের শেষে, আজ শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। যে কারণে গৌতম দিল্লি গিয়েছিলেন ভোট দিতে। নিজের সোশ্যাল মিডিয়া সাইটে গৌতম ভোট দেওয়ার পর ছবি শেয়ার করেছেন।
গৌতম গম্ভীর বছর পাঁচেক আগে বিজেপির টিকিটে জিতে পূর্ব দিল্লির সাংসদ হয়েছিলেন। এ বার তিনি নির্বাচনের আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে জানান, তাঁকে যেন রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি পুরোপুরি যুক্ত হন কেকেআর টিমের সঙ্গে। কিন্তু ভোটের দিন তিনি চেন্নাইয়ে বসে থাকেননি। পৌঁছে যান দিল্লিতে। রাজধানীতে গৌতম গম্ভীর ভোট দেওয়ার পর হাসিমুখে নিজের এক ছবি সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘যাও ভোট দাও। এটা তোমার অধিকার, এটা তোমার দেশ।’ সঙ্গে দেন একটি ভারতবর্ষের পতাকার ইমোজি।
Go vote! It’s your right, it’s your country! 🇮🇳 pic.twitter.com/P0uwtcOcU3
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) May 25, 2024
ভারতের বিশ্বজয়ী প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর বিজেপি সাংসদের দায়িত্ব পালন করার সময় জনগণের সেবার সঙ্গে যুক্ত ছিলেন। এ বার অবশ্য তিনি ভোটে লড়েননি। বরং লড়াই করছেন ২২ গজে। কেকেআরের মেন্টর হিসেবে। তাঁর অধীনে কলকাতা নাইট রাইডার্স টিমের অনেক উন্নতি হয়েছে। ফাইনালে এ বার দেখার নাইটরা ট্রফি জিততে পারে কিনা।