IPL 2022: ধোনি না পন্থ, কাকে এগিয়ে রাখছেন ওয়াটসন
Shane Watson: মাত্র কয়েকদিন হল দিল্লি শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন অজি অলরাউন্ডার। কিন্তু এই কয়েক দিনেই তিন ক্রিকেটারে মন মজেছে ওয়াটসনে। ঋষভ পন্থ, পৃথ্বী শ ও অল রাউন্ডার শার্দূল ঠাকুরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে, আরও কাজ করতে মুখিয়ে আছেন ওয়াটসন।
নয়াদিল্লি: আইপিএলে (IPL 2022) ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে। খুব সামনে থেকে দেখেছেন ক্যাপ্টেন কুলকে। এখন তিনি ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে। তবে এ বার ক্রিকেটার নয়, কোচের ভূমিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson)। ধোনিকে (MS Dhoni) আদর্শ করে এগিয়ে চলেছেন ঋষভ। ব্যট হাতে দু’জনই প্রতিপক্ষের বোলিং তছনছ করতে ভালোবাসেন। ধোনি না পন্থ, কাকে এগিয়ে রাখছেন ওয়াটসন? অধিনায়ক হিসেবে দু’জনকেই ‘কুল’ বলে মনে করেন। দিল্লির অধিনায়ক পন্থ অনেক কম বয়সে অনেকটা এগিয়ে গেছেন। বর্তমান অবস্থা থেকে আর পিছিয়ে পড়ার কোনও সুযোগ নেই পন্থের সামনে। ক্রমাগত এগিয়ে যাবে ভারতীয় কিপার। এমনই মত শেন ওয়াটসনের। ঋষভের এই এগিয়ে যাওয়ার অন্যতম কারিগর হতে চলেছেন প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। বর্তমানে যিনি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ।
এক ইন্টারভিউয়ে ওয়াটসন বলেছেন, “রিকি পন্টিংয়ের অধীনে অধিনায়কত্ব করছে ঋষভ। আমার মতে, পন্টিং বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক। দল কী ভাবে চালাতে হয় বা নিজের আশপাশের মানুষের থেকে সেরাটা কী ভাবে বের করতে হয়, সেটা খুব ভালো করে জানে পন্টিং। তাই ঋষভ অনেক কিছু শিখতে পারছে। ঋষভ একজন ব্যাটার ও অধিনায়ক হিসেবে নিজের সেরা দিতে পারলেই দিল্লির জন্য ভালো।”
আর মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থের মধ্যে তুলনা? ওয়াটসন, তুলনা করতে চান না। “সবাই তুলনা করতে ব্যস্ত। কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা। তাদের স্কিল আলাদা। সবাই তুলনা করেন বটে, তবে ঋষভ ও ধোনি দু’জন আলাদ মানুষ ও ক্রিকেটার। অধিনায়ক হিসেবে ঋষভ খুব শান্ত, ধোনির সঙ্গে খেলার সময়ও একই ছবি দেখেছিলাম আমি। তবে ঋষভকে ওর মতো করে সেরা হয়ে উঠতে হবে।”
মাত্র কয়েকদিন হল দিল্লি শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন অজি অলরাউন্ডার। কিন্তু এই কয়েক দিনেই তিন ক্রিকেটারে মন মজেছে ওয়াটসনে। ঋষভ পন্থ, পৃথ্বী শ ও অল রাউন্ডার শার্দূল ঠাকুরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে, আরও কাজ করতে মুখিয়ে আছেন ওয়াটসন। শার্দূলের মধ্যে কি নিজের ছায়া দেখতে পাচ্ছেন প্রাক্তন অজি অলরাউন্ডার? ক্রিকেট মহলের মতে, শার্দূলের কছে সুযোগ বিশ্বের সেরা এক অলরাউন্ডারের সঙ্গে থেকে নিজেকে আরও ধারালো করে তোলার।
আরও পড়ুন : IPL 2022: ইয়েলোব্রিগেডে মাহির উত্তরসূরি হতে পারেন কে, জানালেন সুরেশ রায়না