কলকাতা: মরুশহরে হওয়া গত বছরের আইপিএলের (IPL) মিনি নিলামে তিনি আলোচনায় এসেছিলেন। তাঁকে ‘ভুল’ করে কিনেছিল পঞ্জাব কিংস। সেই শশাঙ্ক সিং চলতি আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলছেন। ছত্তীশগড়ের ৩২ বছরের অলরাউন্ডার শশাঙ্ক সিংকে মাত্র ২০ লক্ষ টাকায় কিনেছিল প্রীতি জিন্টার টিম। পরে জানা গিয়েছিল, অন্য ক্রিকেটার শশাঙ্ক সিং ভেবে ভুল করে ছত্তীশগড়ের ক্রিকেটারকে নিয়ে ফেলেছেন প্রীতি। এই খবর চাউর হতেই পঞ্জাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। শশাঙ্ক অবশ্য তাঁকে কেনার সময় যে ঝামেলা হয়েছিল, তা মাথায় নিয়ে খেলতে নামেন না। এ বারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল। যা দেখার পর অনেকেই বলছেন, আইপিএলের মেগা নিলামে শশাঙ্ক সিংকে নিতে ঝাঁপাবে চেন্নাই সুপার কিংস (CSK)।
১ মে চিপকে চিপকে ছিল সিএসকে ও পঞ্জাবের আইপিএল ম্যাচ। ১৩ বল বাকি থাকতে ওই ম্যাচ ৭ উইকেটে জিতেছিল পঞ্জাব কিংস। সেই ম্যাচের শেষে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনকে দেখা যায় পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংকে আলিঙ্গন করতে। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাঁর একসঙ্গে কিছুক্ষণ কথা বলেন। ওই ভিডিয়োতে অনেকে কমেন্ট করছে আইপিএলের মেগা নিলামে শশাঙ্ককে কিনবে সিএসকে। কেউ কেউ আবার শশাঙ্ককে সিএসকের ভবিষ্যতের তারকা বলেও কমেন্ট করেছেন।
Shashank Singh in yellow next year💛
who says no?#Yellove #WhistlePodu #CSKvPBKS #CSK pic.twitter.com/7M0aidwm4M— Sunny (@SunnyxMSDian) May 2, 2024
পঞ্জাবের হিরো শশাঙ্ককে সিএসকে নিতে পারে বলে যেমন মনে করছেন নেটিজ়েনরা, তেমনই অনেকে আবার কমেন্ট করেছেন যে তাঁকে রিটেইন করবে প্রীতির টিম। আসলে কী হবে, তা পরে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে যে সিএসকের নজরে রয়েছেন শশাঙ্ক সিং, তা নিয়ে আলোচনা চলছে।
Future CSK player… 😅
— Kanavu Kanni ❤️ (@thimingalam24) May 3, 2024
Punjub will retain this gem
— nj nikhil (@Nj37478538) May 3, 2024