কলকাতা: বিশ্বকাপ টিমে সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। কিন্তু মন খারাপ করে বসে থাকার পাত্র তিনি নন। বর্তমানে তিনি ব্যস্ত আইপিএলে (IPL)। কেকেআরের হয়ে যখন পারফর্ম করার সুযোগ পেয়েছেন রিঙ্কু, সেটা কাজে লাগানোর চেষ্টা করেছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্র-সন্ধেয় আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স ও হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও নির্বাচক প্রধান অজিত আগরকরের এক প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্স শেষ করেই রোহিত পৌঁছে যান রিঙ্কুর কাছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাক্ষাতের ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের আগে অনুশীলন করেছে কেকেআর ও মুম্বইয়ের ক্রিকেটাররা। তাঁদের অনুশীলনের সময় প্রেস কনফারেন্স শেষ করে মাঠে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেকেআরের ক্রিকেটারদের সঙ্গে তিনি কথা বলেন। তাতে নজর কেড়েছে রিঙ্কু সিংয়ের সঙ্গে রোহিতের কথোপকথন।
ওয়াংখেড়েতে রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের কথা বলার ছবি শেয়ার করে কলকাতা নাইট রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছে, ‘সব সময় হাসতে থাকো।’ সঙ্গে একটি বেগুনি ও একটি নীল হৃদয়ের ইমোজি।
Always keep smiling 💜💙 pic.twitter.com/oM3bcW7Pb6
— KolkataKnightRiders (@KKRiders) May 2, 2024
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ১৭ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় রোহিত কেকেআরের ক্রিকেটার থেকে শুরু করে মেন্টরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছেন। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ম্যাচ হিটম্যানের ঘরে রাখলে মেহমান নাওয়াজি করার জন্য হিটম্যান নিজেই তো আসবে।’
Match Hitman ke ghar rakhoge toh mehman nawazi ke liye Hitman khud aayega na 😎🫶#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 | @ShreyasIyer15 | @rinkusingh235 | @KonaBharat | @GautamGambhir pic.twitter.com/6W9VRKbZBs
— Mumbai Indians (@mipaltan) May 2, 2024
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের যে ভারতীয় স্কোয়াড বাছা হয়েছে তাতে রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছেন রিঙ্কু সিং। প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচক জানিয়ে দেন, রিঙ্কু সিংকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত। কিন্তু টিমে রোহিত ৪ স্পিনার চেয়েছিলেন বলেই রিঙ্কুকে নেওয়া সম্ভব হয়নি।