IND vs AUS: সিডনিতে শার্লক হোমস! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কোন রহস্য ভেদ করলেন?

Jan 03, 2025 | 9:05 AM

India vs Australia New Year Test Day 1: সিডনি টেস্ট শুরুর আগে থেকেই এত ঘটনা ঘটছে। শার্লকও এর রহস্য কতটা উদ্ধার করতে পারলেন, সন্দেহ থেকেই যায়। এই যেমন রোহিত শর্মার বিশ্রাম! খোদ ক্যাপ্টেন নিজেকেই বাদ দিচ্ছেন? শার্লক হোমসই বা কী বলছেন!

IND vs AUS: সিডনিতে শার্লক হোমস! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কোন রহস্য ভেদ করলেন?
Image Credit source: CANVA, ICC

Follow Us

সিডনিতে শার্লক হোমস! তাও আবার ভারত-অস্ট্রেলিয়া নিউ ইয়ার টেস্টেই বা কী করছেন? সুরক্ষা! সঙ্গে রহস্যভেদও। শার্লক অবশ্য একা নন, সঙ্গে রয়েছেন ওয়াটসনও। কিন্তু স্যর আর্থার কোনান ডয়েলের শার্লক-ওয়াটসনের সঙ্গে মিল নেই। বরং, সবচেয়ে বড় অমিল উচ্চতায়। সিডনি টেস্ট শুরুর আগে থেকেই এত ঘটনা ঘটছে। শার্লকও এর রহস্য কতটা উদ্ধার করতে পারলেন, সন্দেহ থেকেই যায়। এই যেমন রোহিত শর্মার বিশ্রাম! খোদ ক্যাপ্টেন নিজেকেই বাদ দিচ্ছেন? শার্লক হোমসই বা কী বলছেন!

কমেন্ট্রি বক্সে রোহিত শর্মাকে নিয়ে জোর আলোচনা। হঠাৎই কথা প্রসঙ্গে মার্ক নিকোলাসকে ওয়াটসন সম্বোধন করেন সুনীল গাভাসকর। নিকোলাসও মেনে নেন সুনীল গাভাসকর শার্লক হোমস! রোহিত শর্মা রহস্য নিয়ে সুনীল গাভাসকর বলছেন, ‘আমি অন্তত মনে করতি পারছি না, কোনও দিন কোনও ক্যাপ্টেন নিজেকেই এ ভাবে একাদশ থেকে বিশ্রাম দিয়েছে কি না। আমিও ক্যাপ্টেন্সি করেছি। ব্যাট হাতে খারাপ সময় চলছিল। সে সময় ব্যাটিং অর্ডারে নিজেকে নীচে নামিয়েছি। কিন্তু একাদশ থেকে বাদ দিইনি।’

মার্ক নিকোলাস পাল্টা প্রশ্ন করেন, আদৌ ক্য়াপ্টেনের হাতে টিম বাছাইয়ে সব ক্ষমতা থাকে কি না। গাভাসকর পরিষ্কার করে বলেন, ‘অবশ্যই থাকে। অ্যাওয়ে সিরিজে ক্যাপ্টেনও দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আর এখানে নির্বাচন কমিটির প্রধান, কোচেরও ভূমিকা রয়েছে।’ টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার ফেরার সম্ভাবনা কতটা? কিংবদন্তি সুনীল গাভাসকর আশাবাদী নন। বলছেন, ‘আমার মনে হয় না, আর ওকে টেস্টে দেখা যাবে। ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, স্কোয়াডে হয়তো থাকতে পারেন। খেলার সম্ভাবনা দেখছি না।’

এই খবরটিও পড়ুন

গল্পের মাঝেই মার্ক নিকোলাসের মনে পড়ে, হঠাৎ শার্লক হোমসের নামটাই কেন মাথায় এল। সুনীল গাভাসকর হাসিতে ফেটে পড়েন। তাঁর মজার উত্তর, ‘ওয়াটসন, সিডনির মিডিয়া সেন্টারের পাসওয়ার্ড দেখেছো? শার্লক-এটাই পাসওয়ার্ড।’

Next Article